পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

লন্ডনের পার্কে ছুরি নিয়ে হামলা, মৃত 3 - লন্ডন

লন্ডনে রিডিংয়ের ইংলিশ শহরের একটি পার্কে ছুরি নিয়ে হামলা চালাল এক ব্যক্তি ৷ মৃত্যু হয়েছে তিনজনের ।

London
লন্ডন

By

Published : Jun 21, 2020, 1:35 PM IST

Updated : Jun 21, 2020, 5:02 PM IST

লন্ডন , 21 জুন : রিডিংয়ে একটি পার্কে ছুরি নিয়ে হামলা চালাল এক ব্যক্তি । ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের । গুরুতর আহত তিনজন । ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ । এই ঘটনার পিছনে কী উদ্দেশ্য রয়েছে তা এখনও পরিষ্কার নয় ।

এক প্রত্যক্ষদর্শী বলেন, "তখন সন্ধ্যে সাতটা । রিডিংয়ের ফোরবারি পার্কে তখন ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলা করছে । একজায়গায় ঘাসের উপর দশ জনের দল বসে গল্প করছে । ঠিক সেই সময় এক যুবক তাদের দিকে এগিয়ে আসে । হঠাৎ-ই তাদের উপর ছুরি নিয়ে হামলা চালানোর চেষ্টা করে । সে তিনজনের গলায় ও হাতে ছুরি দিয়ে আঘাত করে । এরপর ছুরি নিয়ে আমার দিকে ছুটে আসছিল । আমিও তা দেখে ছুটতে শুরু করি । যখন সে দেখল আমাদের ধরতে পারবে না তখন অন্য়দের দিকে ছুটে যায় । ছুরি দিয়ে হামলার চেষ্টা করে । এরপর যখন সবাই আতঙ্কে ছুটে বেরিয়ে যাচ্ছে তখন ওই অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায় । "

খবর পেয়ে সেখানে আসে পুলিশ । কয়েক মিনিটের মধ্যেই পুলিশ বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেয় এবং দুটি এয়ার অ্যাম্বুলেন্সও সেখানে পৌঁছায় । এরপর এই ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত রয়েল বার্কশায়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনজনেের মৃত্যু হয় । আরও তিনজনের অবস্থা সংকটজনক ।

এর আগে 2017 সালে ম্যানচেস্টারে একটি আরিয়ানা গ্র্যান্ডে কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় 22 জনের মৃত্যু হয়েছিল ।

এক স্থানীয় বাসিন্দার কথায় , বেশ কয়েক বছর আগে লন্ডনের এরকম পরিস্থিতি ছিল কি না জানা নেই । ফোরবারি গার্ডেন খুব শান্তিপূর্ণ জায়গা । এখানে শিশুরা খেলতে যায় । পিকনিক করে । ফোরবারি গার্ডেনে যে এই ঘটনা ঘটেছে তা বিশ্বাস করা যায় না ।

Last Updated : Jun 21, 2020, 5:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details