ওয়াশিংটন, 10 মার্চ:ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন সোশ্য়াল মিডিয়ার উপর কড়া নিয়ন্ত্রণ জারি করেছে রাশিয়া ৷ এই নজরদারি এড়াতে একটি প্রাইভেসি-প্রোটেকশন ভার্সান আনল টুইটার (Twitter launches Tor service bypassing Russia's block)৷
ইউক্রেনে যুদ্ধ চলাকালীন সেই সংক্রান্ত খবর ছড়িয়ে পড়া রুখতে ফেসবুক ব্যবহার ব্লক করে দিয়েছে রাশিয়া ৷ নিয়ন্ত্রণ করা হচ্ছে টুইটারের ব্যবহারও ৷ এই দুই সোশ্যাল মিডিয়া জায়ান্টই বলেছে যে, তারা রাশিয়ার অন্দরে মানুষের কাছে পৌঁছতে যথাযথ চেষ্টা চালাচ্ছে ৷ দেশের সরকারি সংবাদমাধ্যমেও নিষেধাজ্ঞা জারি করেছে ভ্লাদিমির পুতিনের দেশ ৷
টুইটার এই নজরদারি এড়ানোর জন্য নতুন যে ভার্সান (Twitter launches Tor service) এনেছে, তা 'অনিয়ন' সার্ভিস হিসেবে পরিচিত ৷ ইউজাররা ‘টর’ ব্রাউজার (Tor service of twitter) ডাউনলোড করে নিলে টুইটারের এই ভার্সান ব্যবহার করতে পারবেন ৷ এর মাধ্যমে 'ডার্ক ওয়েব' হিসেবে যে সাইটগুলিকে তুলে ধরা হচ্ছে, সেগুলিরও অ্যাক্সেস পাবেন ইউজাররা ৷ ডট কমের বদলে অনিয়ন সাইটগুলির শেষে থাকে ডট অনিয়ন (.onion)৷