পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Russia Attacks TV Tower In Kyiv : কিভের টিভি টাওয়ার ধ্বংস করল রাশিয়া, খারকিভের বহুতলে এয়ারস্ট্রাইকে মৃত 8 ইউক্রেন নাগরিক - As per latest update the Russian military convoy is 25 kilometres away from Kyiv

সোমবার মাক্সার টেকনোলজির উপগ্রহ চিত্রে দেখা গিয়েছিল ইউক্রেনের রাজধানী থেকে 64 কিলোমিটার দূরে রয়েছে রাশিয়ার পদাতিক সেনার কনভয় ৷ মঙ্গলবার সর্বশেষ পাওয়া খবরে কিভ থেকে আর মাত্র 25 কিমি দূরে তারা (As per latest update the Russian military convoy is 25 kilometres away from Kyiv) ৷

Russia Attacks TV Tower In Kyiv
কিভের টিভি টাওয়ার ধ্বংস করল রাশিয়া, খারকিভের বহুতলে এয়ারস্ট্রাইকে মৃত 8 ইউক্রেন নাগরিক

By

Published : Mar 1, 2022, 10:47 PM IST

কিভ, 1 মার্চ :আক্রমণ অবশ্যম্ভাবী, দ্রুত কিভ ছাড়ুন আপনারা ৷ নাগরিকদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করার পরেই ইউক্রেনের রাজধানী শহর বড়সড় হামলা চালাল রাশিয়া ৷ জোড়া রকেট হামলা চালিয়ে কিভের টেলিভিশন টাওয়ার ধ্বংস করল রুশ সেনা ৷ ফলে ইউক্রেনজুড়ে পুরোপুরি বন্ধ টেলিভিশন সম্প্রচার (TV channels across the country stopped as Russia strikes TV tower in Kyiv) ৷

ইউক্রেনের পাল্টা মারে যুদ্ধে নিহত রুশ সেনা বা নাগরিক সংক্রান্ত সমস্ত তথ্য নষ্ট করতে উদ্যত রাশিয়া ৷ তাই যুদ্ধের ষষ্ঠদিন পুতিনের সেনাদের লক্ষ্য ছিল 'সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড সাইকোলজিক্যাল অপারেশনস' ৷ সেখানে এয়ার স্ট্রাইকের সিদ্ধান্ত নিয়ে নিকটবর্তী অঞ্চল থেকে ইউক্রেনের নাগরিকদের অন্যত্র যাওয়ার নির্দেশ এসেছিল মস্কোর তরফে ৷

সোমবার মাক্সার টেকনোলজির উপগ্রহ চিত্রে দেখা গিয়েছিল ইউক্রেনের রাজধানী থেকে 64 কিলোমিটার দূরে রয়েছে রাশিয়ার পদাতির সেনার কনভয় ৷ মঙ্গলবার সর্বশেষ পাওয়া খবরে কিভ থেকে আর মাত্র 25 কিমি দূরে তারা (As per latest update the Russian military convoy is 25 kilometres away from Kyiv) ৷ তার আগে আকাশপথে হামলা চালিয়ে ইউক্রেনের রাজধানীকে গুঁড়িয়ে দিতে মরিয়া রাশিয়া ৷ আর এই হামলায় তারা ব্যবহার করছে অত্যাধুনিক সব ক্ষেপনাস্ত্র ৷

আরও পড়ুন : দূতাবাসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বাবা, নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা প্রধানমন্ত্রীর

তবে ভারতীয় বিদেশমন্ত্রক দেশের মানুষকে আশ্বস্ত করে জানিয়েছেন যে কিভে আর কোনও ভারতীয় আটকে থাকার খবর তাদের কাছে নেই ৷ বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা জানিয়েছেন, কিভে থাকা সকল ভারতীয় শহর ছাড়তে পেরেছেন ৷ কিভের পাশাপাশি মঙ্গলবার খারকিভেও এয়ার স্ট্রাইক চালিয়েছে রাশিয়া ৷ সেখানকার একটি বহুতলে এয়ার স্ট্রাইকে 8 জনের মৃত্যু হয়েছে (8 dead in Russian air strike on Kharkiv residential block) ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details