পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

কোরোনা সতর্কতা, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকে নমস্তে ট্রাম্পের - (COVID-19)

‘‘নমস্তে’’ ৷ এভাবেই সৌজন্য বিনিময় করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভরতকর ৷ দেশ জুড়ে কোরোনা সর্তকতায় এভাবেই সৌজন্য বিনিময় করলেন ৷

President Donald Trump
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

By

Published : Mar 13, 2020, 3:22 PM IST

ওয়াশিংটন, 13 মার্চ : হাত মেলালো নয় ৷ সৌজন্য বিনিময় নমস্তে করে ৷ গতকাল ওভাল হাউজ়ের বৈঠকে এভাবেই সৌজন্য বিনিময় করলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভরতকর ৷ একেবারে ভারতীয় রীতিতে হাত জোড় করে সৌজন্য বিনিময় ৷

তবে এর কারণও বললেন ট্রাম্প ৷ তাঁর কথায়, "দেশডুড়ে কোরোনা আতঙ্ক ৷ এর মধ্যে আমরা হ্যান্ডসেক করতে চাইনি ৷" ওভাল হাউজ়ে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অ্যামেরিকার প্রেসিডেন্ট বলেন, "আমরা ঠিক করলাম আজ আমরা হ্যান্ডসেক করব না ৷ অন্যভাবে সৌজন্য বিনিময় করব ৷ আমি সবে ভারত থেকে ফিরেছি সেখানে হ্যান্ডসেক করিনি ৷ হাতজোড় করে সৌজন্য বিনিময় করেছি ৷ হাতজোড় করে সৌজন্য বিনিময়ই আমার কাছে সবথেকে সহজ মনে হল ৷"

একজন রাজনৈতিক নেতার করমর্দন করাটা খুবই স্বাভাবিক ৷ ভরতকর বলেন, করমর্দন না করাটা খুবই স্বাভাবিক ৷ কিন্তু বেশ কয়েক সপ্তাহ এর থেকে আমরা বিরত থাকব ৷ ওভাল হাউজ়ে ট্রাম্প ও লিও ভরতকরের মধ্যে কোরোনার ভাইরাসের জেরে বিদেশ ভ্রমণ বাতিল ও অন্য বিষয় নিয়ে আলোচনা হয় ৷ ট্রাম্প বলেন , আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী কোরোনার জেরে বাতিল করেছেন সকার গেমস ও চাম্পিয়ানশিপ গেমস ৷ হয়ত বাতিল হতে পারে অলিম্পিক গেমসও ৷ তবে এটা আমার ধারণা মাত্র ৷ আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘‘ আয়ারল্যান্ড ও ইউরোপে কোরোনা ভাইরাস (COVID-19)মোকাবিলায় যথেষ্ট সর্তকতা অবলম্বন করা হয়েছে ৷ ইতিমধ্যেই ইতালি ভ্রমণ বাতিল করা হয়েছে সরকারের পক্ষ থেকে ৷ সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ভিতরের সমাবেশে 100 জন এবং বাইরের সমাবেশে 500 জনের বেশি নিষিদ্ধ করা হয়েছে ৷’’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে কোরোনাকে (COVID-19) প্যানডেমিক ঘোষণা করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details