মস্কো, 3 মার্চ : বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শুরু হয়েছে দ্বিতীয় দফার আলোচনা ৷ বেলারুশ সীমান্তের এই বৈঠক থেকে কোনও সমাধান খোঁজার পথ খুঁজছে দু'পক্ষ ৷ কিন্তু এর মাঝেই বিস্ফোরক দাবি করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ ৷ তাঁর দাবি, পুরো ইউক্রেন দখল করার পরিকল্পনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin) ৷
এদিন ফোনে প্রায় 90 মিনিট কথা হয় রুশ ও ফরাসি প্রেসিডেন্টের মধ্যে ৷ সেই বৈঠকের পর ফরাসি রাষ্ট্রপতির এক সহযোগী দাবি করেছেন, পুতিন সমগ্র ইউক্রেন দখল করতে চাইছেন ৷ তার আগে তিনি থামবেন না ৷ লড়াই চালিয়ে যেতে তিনি বদ্ধপরিকর ৷ এই পরিস্থিতিতে আশা জাগানোর মতো একটি কথাও পুতিনের মুখে শোনা যায়নি ৷ সূত্রের খবর, রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পর ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, "আরও খারাপ সময় আসছে, পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান পুতিন ৷"