পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

সব দেশ ভ্যাকসিন না পেলে নিশ্চিন্ত হতে পারছে না বিশ্বস্বাস্থ্য সংস্থা - কোভিড ১৯

যে ভাবে এক বছরের মধ্যে ভ্যাকসিন তৈরি হল এবং তা বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হল, এই প্রয়াসকে তিনি অভাবনীয় বৈজ্ঞানিক লক্ষ্যপূরণ বলে ব্যাখ্যা করেছেন। বিশ্বস্বাস্থ্য সংস্থার মহানির্দেশক টেড্রোস আধানম ঘেব্রেসাস এই কথা বলেছেন।

tedros-who-wont-rest-until-all-countries-have-vaccine
সব দেশ ভ্যাকসিন না পেলে নিশ্চিন্ত হতে পারছে না বিশ্বস্বাস্থ্য সংস্থা

By

Published : Dec 29, 2020, 4:57 PM IST

জেনেভা, 29 ডিসেম্বর :যতদিন না বিশ্বের সমস্ত দেশ কোরোনা ভাইরাসের ভ্যাকসিন পাচ্ছে, ততদিন পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছে না বিশ্বস্বাস্থ্য সংস্থা। সংস্থার মহানির্দেশক টেড্রোস আধানম ঘেব্রেসাস সোমবার এক সাংবাদিক বৈঠকে এই কথা বলেছেন। এক বছর আগে এই দিনেই চিনের বিজ্ঞানীদের কাছ থেকে কোরোনা ভাইরাসের খবর পৌঁছায় বিশ্বস্বাস্থ্য সংস্থার কাছে। সেই উপলক্ষেই এদিন সাংবাদিক বৈঠক করেন টেড্রোস।

যে ভাবে এক বছরের মধ্যে ভ্যাকসিন তৈরি হল এবং তা বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হল, এই প্রয়াসকে তিনি অভাবনীয় বৈজ্ঞানিক লক্ষ্যপূরণ বলে ব্যাখ্যা করেছেন। উল্লেখ্য, ইউরোপ, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র-সহ অন্য অনেক দেশের কর্তৃপক্ষ মার্কিন সংস্থা ফাইজার ও জার্মান সংস্থা বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন:ছ'মাসের মধ্যে আক্রান্তের সংখ্যা সব থেকে কম গত 24 ঘণ্টায়

2021 সালেও কোরোনা ভাইরাসের চ্যালেঞ্জ নিয়ে লড়াই করতে হবে বলে সতর্ক করে দিয়েছেন টেড্রোস। কোরোনার নতুন ভ্যারিয়েন্ট ও লকডাউনের জেরে তৈরি হওয়া ক্লান্তির সঙ্গেই মূলত লড়াই করতে হবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। ব্রিটিশ সরকার ইতিমধ্যেই কোরোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে সতর্কবার্তা দিয়েছে। সব রকম বিধিনিষেধ জারি থাকা সত্ত্বেও এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াচ্ছে বলেও জানানো হয়েছে।

টেড্রোস জানিয়েছেন যে বিশ্বস্বাস্থ্য সংস্থা নতুন ভ্যারিয়েন্টের বিষয়ে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেছে। এই ভ্যারিয়েন্ট টেস্ট, চিকিৎসা ও টীকার উপর কোনও প্রভাব ফেলতে পারবে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অন্য দেশগুলিরও উচিত নতুন ভ্যারিয়েন্ট খুঁজতে পরীক্ষা করা। আর এই পরীক্ষার ফল যাতে কোনও দেশই লুকিয়ে না রাখে, সেই দিকেও জোর দিতে বলেছেন বিশ্বস্বাস্থ্য সংস্থার মহানির্দেশক।

ABOUT THE AUTHOR

...view details