পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : May 3, 2020, 9:01 PM IST

ETV Bharat / international

কোরোনা রুখতে রেমডেসিভির ড্রাগ প্রয়োগের কথা ভাবছে ইউরোপ

রেমডেসিভির ড্রাগটিকে কোরোনা ভাইরাসের ওষুধ হিসেবে ব্যবহার করা যাবে কি না ৷ এব্যাপারে পরীক্ষা করছে ইউরোপীয় ইউনিয়ন ৷ এছাড়াও অ্যামেরিকার সিদ্ধান্ত অনুযায়ী ড্রাগটিকে 27 টি দেশে সরবরাহ করা যাবে কি না সে ব্যাপারেও ভেবে দেখা হচ্ছে ৷ জানাল সুইডিশ জাতীয় ড্রাগ ও মেডিসিন তদারকি সংস্থা ৷

Swedish agency says, EU studying remdesivir
কোরোনা রুখতে রেমডেসিভির ড্রাগ প্রয়োগের কথা ভাবছে ইউরোপ

স্টকহোম, 3 মে : রেমডেসিভির ড্রাগটিকে কোরোনা ভাইরাসের ওষুধ হিসেবে ব্যবহার করা যাবে কি না ৷ এব্যাপারে পরীক্ষা করছে ইউরোপীয় ইউনিয়ন ৷ এছাড়াও অ্যামেরিকার সিদ্ধান্ত অনুযায়ী ড্রাগটিকে 27টি দেশে সরবরাহ করা যাবে কি না সে ব্যাপারেও ভেবে দেখা হচ্ছে ৷ এমনই জানাল সুইডিশ জাতীয় ড্রাগ ও মেডিসিন তদারকি সংস্থা ৷

সুইডিশ মেডিকেল প্রোডাক্টস এজেন্সির সংক্রমণ বিভাগের পরিচালক শার্লোটা বার্গকভিস্ট জানিয়েছেন, রেমডিসিভির ড্রাগটিকে নিয়ে পরীক্ষা করা হচ্ছে ৷ কিছু দিনের মধ্যেই সিদ্ধান্ত পৌঁছানো যাবে । অ্যামেরিকা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সম্প্রতি COVID-19 আক্রান্তদের হাসপাতালে ভরতি হওয়া রোগীদের উপর রেমডেসিভির জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে ।

জানা গেছে, ড্রাগটি মূলত ইবোলার চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল ৷ ড্রাগটি ক্যালিফোর্নিয়া ভিত্তিক গিলিয়েড সায়েন্সেস কম্পানি তৈরি করেছিল ৷ পরীক্ষা করে দেখা গেছে, এই ড্রাগটি গুরুতর অসুস্থদের অনেক কম সময়ে তাড়াতাড়ি সুস্থ করে তুলেছে ৷

ABOUT THE AUTHOR

...view details