লন্ডন, 9 নভেম্বর: সম্মানীয় বুকার পুরস্কার (Booker Prize) জিতলেন দক্ষিণ আফ্রিকার লেখক (South African Writer) ডেমন গালগাট (Damon Galgut) ৷ তাঁর লেখা উপন্যাস ‘দ্য প্রমিস’-এর (The Promise) জন্য তিনি পেয়েছেন এই বিরল সম্মান ৷ দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষের ইতিহাসের হিসেব দিচ্ছে এক শ্বেতাঙ্গ পরিবার - এই নিয়েই লেখা তাঁর কল্পকাহিনী ৷
লন্ডনে 50,000 পাউন্ডের (69 হাজার মার্কিন ডলার) সম্মানীয় ব্রিটিশ পুরস্কার গ্রহণ করে 57 বছরের ডেমন বলেছেন, "এজন্য আমি প্রকৃতই গভীর ও বিনীত ভাবে কৃতজ্ঞ ৷" কাটানো সময় কীভাবে একটি পরিবার, একটি দেশ, তার রাজনীতি ও বিচারব্যবস্থার উপর প্রভাব ফেলে, তা একটি উপন্যাসের মাধ্যমে তুলে ধরতে চেয়েছিলেন বলে জানিয়েছেন শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকান লেখক ৷
বুকার পুরস্কার জেতার পরই তিনি নিজের দেশের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, "আফ্রিকার লেখকদের জন্য এটা একটা দারুণ বছর ৷ যে বৈশিষ্ট্যপূর্ণ উপমহাদেশের আমি অংশ, সেখানকার সব চেনা ও অচেনা লেখকদের বলা ও না-বলা গল্পগুলোর তরফে আমি এই পুরস্কার গ্রহণ করছি ৷" তাঁর বিনীত অনুরোধ, "দয়া করে আমাদের কথা শুনতে থাকুন, আরও অনেক কিছু বলার আছে ৷"
আরও পড়ুন:Narendra Modi : ভারতের শান্তি বিঘ্নিত করার চেষ্টার যোগ্য জবাব দেয় সেনাবাহিনী : মোদি