বার্লিন, 27 সেপ্টেম্বর : জাতীয় নির্বাচনে ধাক্কা খেলেন জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল (Angela Merkel) ৷ হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ রক্ষা করতে পারল না তাঁর দল ৷ প্রধান প্রতিদ্বন্দ্বী তথা বামপন্থী দল এসডিপি-র (Social Democratic Party of Germany) কাছে সামান্য ব্যবধানে হেরে গেল মার্কেলের ডানপন্থী সিডিইউ (Christian Democratic Union of Germany) ৷ ভোট শেয়ারের বেশ অনেকটাই পকেটে পুরল বামেরা ৷ ওয়াকিবহাল মহলের দাবি, আগামী দিনে ইউরোপের সর্ববৃহৎ অর্থনীতি কারা পরিচালনা করবেন, তা স্থির করার ক্ষেত্রে নির্বাচনের এই ফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷
আরও পড়ুন :Mexico earthquake : শক্তিশালী ভূমিকম্প অ্যাকাপুলকোতে, কাঁপল মেক্সিকো সিটিও
এসডিপি-র প্রার্থী ছিলেন জার্মানির বিদায়ী ভাইস চ্যান্সেলর তথা অর্থমন্ত্রী ওলাফ স্কলজ় (Olaf Scholz) ৷ একটা লম্বা সময়ের পর দলকে টেনে তুলতে সমর্থ হয়েছেন তিনি ৷ এই জয়ের পর ওলাফ বলেন, ‘‘জনমত খুবই স্পষ্ট ৷ আমরা এখন মিলিতভাবে জার্মানিতে একটা ভাল সরকার গঠন করতে চলেছি ৷’’ তবে এখনই লড়াইয়ের ময়দান ছাড়তে নারাজ সিডিইউ ৷ দলের তরফে জানানো হয়েছে, তারা যাতে সরকার গঠন করতে পারে, তার জন্য প্রয়োজনে ছোট রাজনৈতিক দলগুলির সঙ্গে গাঁটছড়া বাঁধা হতে পারে ৷ এদিকে, যতক্ষণ পর্যন্ত না চ্যান্সেলর পদে নতুন কেউ দায়িত্ব নিচ্ছেন, ততদিন অ্যাঞ্জেলা মার্কেলই অন্তবর্তী চ্যান্সেলর হিসাবে কাজ চালিয়ে যাবেন ৷