পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Angela Merkel : হাড্ডাহাড্ডি লড়েও হার অ্যাঞ্জেলা মার্কেলের দলের, জার্মানিতে জয়ী সোশ্যাল ডেমোক্র্যাটরা - জার্মান ভোট

জার্মানির নির্বাচনে হার বিদায়ী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের ইউনিয়ন ব্লকের ৷ সামান্য ব্যবধানে জয়ী সোশ্যাল ডেমোক্র্যাটরা ৷ তারা ভোট পেয়েছে 25.9 শতাংশ ৷ তবে এর আগে জার্মানির ক্ষতায় আসা কোনও দলই নির্বাচনে 31 শতাংশের কম ভোট পায়নি ৷

Social Democrats narrowly beat Angela Merkel's bloc in German vote
Angela Merkel : হাড্ডাহাড্ডি লড়েও হার অ্যাঞ্জেলা মার্কেলের দলের, জার্মানিতে জয়ী সোশ্যাল ডেমোক্র্যাটরা

By

Published : Sep 27, 2021, 2:00 PM IST

বার্লিন, 27 সেপ্টেম্বর : জাতীয় নির্বাচনে ধাক্কা খেলেন জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল (Angela Merkel) ৷ হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ রক্ষা করতে পারল না তাঁর দল ৷ প্রধান প্রতিদ্বন্দ্বী তথা বামপন্থী দল এসডিপি-র (Social Democratic Party of Germany) কাছে সামান্য ব্যবধানে হেরে গেল মার্কেলের ডানপন্থী সিডিইউ (Christian Democratic Union of Germany) ৷ ভোট শেয়ারের বেশ অনেকটাই পকেটে পুরল বামেরা ৷ ওয়াকিবহাল মহলের দাবি, আগামী দিনে ইউরোপের সর্ববৃহৎ অর্থনীতি কারা পরিচালনা করবেন, তা স্থির করার ক্ষেত্রে নির্বাচনের এই ফল যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷

আরও পড়ুন :Mexico earthquake : শক্তিশালী ভূমিকম্প অ্যাকাপুলকোতে, কাঁপল মেক্সিকো সিটিও

এসডিপি-র প্রার্থী ছিলেন জার্মানির বিদায়ী ভাইস চ্যান্সেলর তথা অর্থমন্ত্রী ওলাফ স্কলজ় (Olaf Scholz) ৷ একটা লম্বা সময়ের পর দলকে টেনে তুলতে সমর্থ হয়েছেন তিনি ৷ এই জয়ের পর ওলাফ বলেন, ‘‘জনমত খুবই স্পষ্ট ৷ আমরা এখন মিলিতভাবে জার্মানিতে একটা ভাল সরকার গঠন করতে চলেছি ৷’’ তবে এখনই লড়াইয়ের ময়দান ছাড়তে নারাজ সিডিইউ ৷ দলের তরফে জানানো হয়েছে, তারা যাতে সরকার গঠন করতে পারে, তার জন্য প্রয়োজনে ছোট রাজনৈতিক দলগুলির সঙ্গে গাঁটছড়া বাঁধা হতে পারে ৷ এদিকে, যতক্ষণ পর্যন্ত না চ্যান্সেলর পদে নতুন কেউ দায়িত্ব নিচ্ছেন, ততদিন অ্যাঞ্জেলা মার্কেলই অন্তবর্তী চ্যান্সেলর হিসাবে কাজ চালিয়ে যাবেন ৷

সোমবার সকালেই নির্বাচন আধিকারিকরা জানিয়েছিলেন, তখনও পর্যন্ত ভোটগণনার কাজ যতটুকু সারা হয়েছিল, সেই অনুযায়ী, সোশ্যাল ডেমোক্র্যাটরা (SDP) পেয়ছিলেন 25.9 শতাংশ ভোট ৷ অন্যদিকে, ইউনিয়ন ব্লকের (CDU) ঝুলিতে গিয়েছিল 24.1 শতাংশ ভোট ৷ প্রসঙ্গত, এর আগে জার্মানির ক্ষতায় আসা কোনও দলই নির্বাচনে 31 শতাংশের কম ভোট পায়নি ৷

এদিকে, ভোটের ফল কিছুটা স্পষ্ট হতেই আগেভাগে ওলাফ স্কলজ়কে অভিনন্দন বার্তা পাঠিয়ে দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ় (Pedro Sanchez) ৷ টুইটারে তিনি লেখেন, ‘‘আগামী দিনেও শক্তিশালী ইউরোপের স্বার্থে এবং ন্যায়ের প্রত্যাবর্তনের উদ্দেশ্যে স্পেন ও জার্মানি একসঙ্গে করবে ৷ কাউকে পিছনে ফেলে যাওয়া হবে না ৷’’

আরও পড়ুন :Afghanistan : তালিবান সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য তাড়াহুড়ো নয় : হোয়াইট হাউস

জাতীয় নির্বাচন ছাড়াও আঞ্চলিকস্তরের দু’টি ভোটেও সোশ্যাল ডেমোক্র্যাটরা জয়লাভ করতে চলেছেন বলে মনে করা হচ্ছে ৷ এর মধ্যে একটি হল বার্লিনের মেয়র পদ ৷ যা গত দু’দশক ধরে তাদের দখলেই রয়েছে ৷ এছাড়া, মেকলেনবার্গ পশ্চিম-পোমেরানিয়ার ভোটেও জয়ের পথে এগোচ্ছে এসডিপি ৷

ABOUT THE AUTHOR

...view details