পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Bow And Arrow Attack: সুপার মার্কেটে তির-ধনুক নিয়ে হামলা, নরওয়েতে মৃত ৫

বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ হিসেবে পরিচিত নরওয়ে । গণহত্যার ঘটনা সেখানে বিরলতম ঘটনা । কিন্তু বৃহস্পতিবার তাতে ছেদ পড়ল । তির-ধনুক নিয়ে সুপার মার্কেটে ঢুকে পাঁচ জনকে হত্যা করলেন এক ব্যক্তি ।

several killed nd injured in norway in bow and arrow attack
অভিনব কায়দায় হামলা নরওয়েতে

By

Published : Oct 14, 2021, 12:51 PM IST

কোপেনহেগেন, 14 অক্টোবর : বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ বলে পরিচিত নরওয়েতে অভিনব কায়দায় হামলা । সেখানে সুপার মার্কেটে ঢুকে ক্রেতাদের উপর তির-ধনুক নিয়ে হামলা চালান এক ব্যক্তি । তাতে ঘটনাস্থলেই পাঁচ জন প্রাণ হারিয়েছেন । গুরুতর জখম বেশ কয়েক জন । হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ । তবে আপাতত এই ঘটনায় সন্ত্রাসযোগ মেলেনি ।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ রাজধানী ওসলোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কোঙ্গসবার্গ শহরে একটি সুপার মার্কেটে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তির-ধনুক হাতে আচমকাই সেখানে ঢুকে পড়েন ৩৭ বছর বয়সি ওই ব্যক্তি । ক্রেতাদের লক্ষ্য করে একের পর এক তির ছুড়তে থাকেন। ফোনে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ । আধ ঘণ্টার মধ্যেই হামলাকারীকে বাগে এনে ফেলা হয় ।

আরও পড়ুন: Facebook outage: এক সপ্তাহে দ্বিতীয়বার, ফের থমকে গেল ফেসবুক পরিষেবা

তবে ততক্ষণে তিরবিদ্ধ হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে । সুপার মার্কেটে কেনাকাটা করতে আসা এক পুলিশকর্মী-সহ দু’জন গুরুতর জখম ৷ হাসপাতালের আইসিইউ-তে তাঁদের চিকিৎসা চলছে ৷ হামলাকারী ব্যক্তিকে একদফা জেরে করেছে পুলিশ ৷ তবে কোনও সংগঠনের হয় নয়, তিনি একাই হামলা ঘটিয়েছেন বলে প্রাথমিক তদন্তের পর জানান কোঙ্গসবার্গের পুলিশ প্রধান ওয়েভিং ৷ নরওয়ের বিদায়ী প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ এই ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন । বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব হাতে নিতে চলা জোনাস গাহর স্তোয়ের বলেন, ‘‘অত্যন্ত নিষ্ঠুর এবং নির্মম হত্যাকাণ্ড।’’

আরও পড়ুন: India-China 13th Meet : এলএসি-র মলডোতে ভারত-চিন 13তম বৈঠক

বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ হিসেবেই পরিচিত নরওয়ে ৷ এমন গণহত্যার ঘটনা সেখানে বিরলের মধ্যে বিরলতম বললেও অত্যুক্তি হয় না ৷ 2011 সালের 22 জুলাই এমনই হত্যাকাণ্ডের সাক্ষী হয় সেদেশের মানুষ ৷ ওই দিন দেশের দক্ষিণপন্থী সন্ত্রাসী সংগঠনের হোতা অ্যান্ডার্স ব্রেইভিক রাজধানী ওসলোতে বিস্ফোরণ ঘটান ৷ তাতে 8 জনের মৃত্যু হয় ৷

হামলার পর পুলিশের চোখ এড়িয়ে পেরিয়ে উতোয়া দ্বীপে আশ্রয় নিতে রওনা দেন ব্রেইভিক ৷ সেই সময় দেশের রাজনৈতিক দল ‘লেবার পার্টি’র 69 জন যুবকর্মীকে তিনি খুন করেন বলে অভিযোগ ৷ নিহতদের অধিকাংশই কিশোর বয়সি ছিলেন বলে জানা যায় ৷ সেই ঘটনায় 21 বছরের জেল হয় ব্রেইভিকের, সে দেশে যা সর্বোচ্চতম ৷ তবে সমাজের ক্ষেত্রে বিপজ্জনক মনে হলে যে কোনও অপরাধীর সাজার মেয়াদ বাড়ানো যায় নরওয়েতে ৷

ABOUT THE AUTHOR

...view details