পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

লন্ডন ব্রিজের কাছে ছুরি নিয়ে হামলা, আহত একাধিক - লন্ডন ব্রিজের কাছে ছুরি নিয়ে হামলা

লন্ডন ব্রিজের কাছে ছুরি নিয়ে হামলা চালাল এক ব্যক্তি ৷ আক্রমণকারীকে আটক করেছে লন্ডন পুলিশ ৷

ফোটো সৌজন্যে- @ANItwitter
ফোটো সৌজন্যে- @ANItwitter

By

Published : Nov 29, 2019, 9:19 PM IST

Updated : Nov 30, 2019, 9:14 AM IST

লন্ডন, 29 নভেম্বর : লন্ডন ব্রিজের কাছে ছুরি নিয়ে হামলা চালাল এক ব্যক্তি ৷ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ ঘটনাস্থানেই পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী ৷

পুলিশ সূত্রে খবর, 2017 সালেও ব্রিজের কাছে এই চত্বরে জঙ্গিরা আক্রমণ করেছিল ৷ ওই ঘটনায় আটজন নিহত হয়েছিলেন ৷ আজ দুপুর 2টো নাগাদ একই জায়গায় ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি ৷ হামলায় কয়েকজন আহত হয়েছেন ৷

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, "লন্ডন ব্রিজের এই ঘটনায় আমি আপডেট রাখছি ৷ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ও সমস্ত জরুরি পরিষেবাকে ধন্যবাদ ৷" ব্রিটেনের অভ্যন্তরীণ মন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, ঘটনাটি নিয়ে তিনি খুবই উদ্বিগ্ন ৷

ঘটনার প্রতক্ষ্যদর্শী একজন সাংবাদিক জানান, কয়েকজনের মধ্যে মারপিট চলছিল ৷ হঠাৎ দু'টো গুলির শব্দ শুনতে পান ৷ তারপরই একজন মাটিতে লুটিয়ে পড়েন ৷

লন্ডন ব্রিজে এই আক্রমণের সঙ্গে জঙ্গি যোগ থাকতে পারে বলে মনে করছে লন্ডন পুলিশ ৷

Last Updated : Nov 30, 2019, 9:14 AM IST

ABOUT THE AUTHOR

...view details