মস্কো, 18 মার্চ : মস্কোর আগ্রাসনের সামনে মাথা নত নয় বরং যুদ্ধবিধ্বস্ত দেশকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে অবশিষ্ট বিশ্বের মন জিতে নিয়েছেন আগেই ৷ সংকটের মুহূর্তে দেশের মানুষকে অভিভাবকের মত আগলে এবার কি নোবেল শান্তি পুরস্কারও জিতে নেবেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি ৷ সম্ভাবনা দানা বাঁধছিল কিছুদিন ধরেই ৷ সেই সম্ভাবনা আরও খানিকটা উজ্জ্বল করলেন ইউরোপের প্রথমসারির বরিষ্ঠ নেতারা ৷ ভলোদিমির জেলেনস্কিকে নোবেল পুরস্কারে মনোনীত করা হোক ৷ এই মর্মে নরওয়ের নোবেল শান্তি পুরস্কার কমিটিকে আবেদন জানালেন ইউরোপের কয়েকজন প্রাক্তন এবং বর্তমান রাজনীতিবিদ (Several European politicians nominate Zelenskyy for Nobel Peace Prize) ৷
যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন প্রেসিডেন্টের ভূমিকায় মোহিত অবশিষ্ট বিশ্ব ৷ এমন সময় ইউক্রেন রাষ্ট্রপতির হয়ে নোবেল শান্তি পুরস্কার কমিটির কাছে সওয়াল নিঃসন্দেহে উল্লেখযোগ্য ঘটনা ৷ আর জেলেনস্কিকে মনোনয়ন তালিকায় অন্তর্ভুক্ত করতে 2022 নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়ার সময়কালও বর্ধিত হতে পারে মার্চের শেষ পর্যন্ত ৷