পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ফের লন্ডনের মেয়র নির্বাচিত সাদিক খান - লন্ডনের মেয়র

55.2 শতাংশ ভোট পেয়ে দ্বিতীয়বারের জন্য লন্ডনের মেয়র নির্বাচিত হলেন লেবার পার্টির সদস্য সাদিক খান ৷ কনজারভেটিভ দলের প্রতিদ্বন্দ্বী শন বেইলিকে হারিয়েছেন তিনি ৷

sadiq-khan-wins-2nd-term-as-london-mayor
দ্বিতীয়বারে জন্য লন্ডনের মেয়র হলেন লেবার পার্টির সাদিক খান

By

Published : May 9, 2021, 8:57 PM IST

লন্ডন, 9 মে : লন্ডনের মেয়র পদে দ্বিতীয়বারে জন্য জয়ী হলেন সাদিক খান ৷ বর্তমানেও তিনি লন্ডনের মেয়র পদে রয়েছে ৷ কনজারভেটিভ দলের প্রতিদ্বন্দ্বী শন বেইলিকে হারিয়েছেন তিনি ৷ গত সপ্তাহে হওয়া স্থানীয় নির্বাচনের ফলপ্রকাশের পর লন্ডনের সংবাদমাধ্যমের তরফে এমনই জানানো হয়েছে ৷

লন্ডনের স্থানীয় সময় শনিবার রাতে মেয়র পদে জিতে সাদিক খান বলেন, ‘‘আমি সবসময় সকল লন্ডলবাসীর মেয়র হয়ে থাকব ৷ শহরের প্রতিটি মানুষের জীবনকে উন্নত করতে কাজ করে যাব ৷" 51 বছর বয়সি লেবার পার্টির সদস্য সাদিক খান 2016 সালে প্রথম মেয়র নির্বাচিত হন ৷ তিনি আরও বলেন, ‘‘যুক্তরাজ্য়ের আশেপাশের নির্বাচনের ফলাফল এমনকি আমাদের দেশ তথা শহর, এখনও গভীরভাবে বিভক্ত ৷ তার কারণ এখনও মানুষের মধ্যে ব্রেক্সিটের ক্ষত এখনও নিরাময় হয়নি ৷’’

আরও পড়ুন : কোভিড মোকাবিলায় ভারতের পাশে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন তরুণী চিকিৎসক

সাদিক খান 55.2 শতাংশ ভোট পেয়ে বেইলেকে হারিয়েছেন ৷ প্রসঙ্গত, সাদিক খান প্রথম রাউন্ডের ফলাফলে যে ভোট পেয়েছিলেন, তা শেষ রাউন্ড পর্যন্ত ধরে রাখতে পেরেছিলেন ৷

ABOUT THE AUTHOR

...view details