পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Ukraine-Russia Conflict : ইউক্রেনকে অধিকার নয়, নিরস্ত্রীকরণের জন্য আক্রমণ, ঘোষণা পুতিনের - Ukraine Russia Conflict

জল্পনা চলছিলই, রাজনৈতিক অস্থিরতাও বাড়ছিল ৷ তার অবসান ঘটিয়ে পুতিন জানিয়ে দিলেন ইউক্রেনের সেনা অভিযানের কথা (Ukraine-Russia Crisis) ৷ তবে কোনও দেশ এর মধ্যে নাক গলালে তার পরিণতি নিয়েও সচেতন করেছেন ভ্লাদিমির পুতিন ৷

Russia military operation in Ukrain
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান

By

Published : Feb 24, 2022, 9:15 AM IST

Updated : Feb 24, 2022, 11:42 AM IST

কিয়েভ, 24 ফেব্রুয়ারি :ইউক্রেনে সামরিক হামলার কথা ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ কিন্তু ইউক্রেনবাসীকে কোনও ভাবে বিপদে ফেলবেন না বলে আশ্বাস দিয়েছেন তিনি (Russian President Vladimir Putin announces military operation in Ukraine ) ৷ তবে এর জন্য কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আমেরিকাকে ৷

রাশিয়ার টেলিভিশনে একটি বিবৃতিতে পুতিন জানান, ইউক্রেনের কাছ থেকে হুমকি পাওয়ার পরই এমন পদক্ষেপ ৷ তাঁর দাবি, এমনিতে ইউক্রেন অধিকারের লক্ষ্য ছিল না রাশিয়ার ৷ এর রক্তাক্ত ফলাফলের জন্য ইউক্রেন সরকারকে দায়ী করেছেন পুতিন ৷ তিনি দাবি করেছেন , "আমাদের এই পরিকল্পনা (সামরিক অভিযান) ইউক্রেন অধিকারের জন্য নয় ৷ ইউক্রেনকে নিরস্ত্রীকরণ (demilitarization) এবং নাজ়িমুক্ত (denazification) করাই এর উদ্দেশ্য ৷" অস্ত্র সমর্পণ করলে নিরাপদে যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে আসতে পারা যাবে, আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন ৷

পুতিনের এহেন আক্রমণাত্মক ঘোষণার পরেই বন্দর শহর মারিউপোল (Mariupol), ইউক্রেনের ওডেসা (Odesa), খারকিভ (Kharkiv) থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে, জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ৷ তবে প্রেসিডেন্টের চেতাবনি, কোনও দেশ যদি এর মধ্য়ে নাক গলায়, "তাদের পরিণতি এমন হবে, যা তারা কোনওদিন দেখেনি ৷ ইতিহাসে কোনও দিন হয়নি" ৷ আমেরিকা ইউক্রেনকে নাটো-র সদস্য হওয়া থেকে আটকায়নি ৷ আর না তো রাশিয়াকে কোনও রকম সুরক্ষার নিশ্চয়তা দিয়েছে, অভিযোগ পুতিনের ৷

আরও পড়ুন : India on Ukraine : রাশিয়া-ইউক্রনে সংকট মেটাতে কূটনৈতিক প্রক্রিয়া জরুরি, মত ভারতের

অন্যদিকে ইউক্রেনের বিদেশ মন্ত্রী (Ukraine Foreign Minister) জানিয়েছেন, তাঁর দেশ লড়বে এবং জিতবে ৷ সবেমাত্র পুতিন আক্রমণ হেনেছে ৷ ইউক্রেনের শান্তিপূর্ণ শহরগুলোয় জনজীবন স্তব্ধ ৷ এটা আগ্রাসনের যুদ্ধ ৷ দুনিয়া চাইলে পুতিনকে রুখতে পারে এবং তা করা উচিত ৷ এখনই প্রত্যুত্তর দেওয়ার সঠিক সময় ৷

আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন (US President Joe Biden ) জানিয়েছেন, তিনি হোয়াইট হাউজ় থেকে পুরো বিষয়টি দেখবেন ৷ আগামিকাল সকালে জি-7 গোষ্ঠীর সঙ্গে বৈঠক করবেন ৷ নাটোর (NATO) সঙ্গেও আলোচনা হবে ৷ এই যুদ্ধের ফলে মানুষ মারা যাবে, ধ্বংসলীলা চলবে ৷ এর জন্য বাইডেন রাশিয়াকে দায়ী করেছে ৷ বিশ্ব রাশিয়াকে কাঠগড়ায় দাঁড় করাবে ৷

এদিকে ইউক্রেন দেশে বিমান ওঠানামা নিয়ন্ত্রণ করতে শুরু করেছে ৷ নোটাম (NOTAM, Notice to Air Missions) জারি হয়েছে ৷ আজ সকালে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান এআই-1947 ইউক্রেনের বোরিসপিলের উদ্দেশ্যে রওনা দিয়েছে ৷ এখনও 20 হাজার ভারতীয় ইউক্রেনে আটকে রয়েছেন, যাঁদের মধ্যে বেশির ভাই পড়ুয়া ৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরই তেলের দাম 100 ডলারে পৌঁছেছে ৷

Last Updated : Feb 24, 2022, 11:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details