পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Russia-Ukraine Crisis : ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রের দখল নিল রাশিয়া, রেডিয়েশন লিকের শঙ্কা ! - ইউক্রেনে আক্রমণ রাশিয়ার

তীব্র লড়াইয়ে রাশিয়া ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রের দখল নিল (Russian forces seize control of Chernobyl nuclear power plant) ৷ সেখান থেকে রেডিয়েশন লিক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউক্রেন ৷

Russia Ukraine Conflict
ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রের দখল নিল রাশিয়া, রেডিয়েশন লিকের শঙ্কা !

By

Published : Feb 25, 2022, 10:41 AM IST

Updated : Feb 25, 2022, 11:52 AM IST

নয়াদিল্লি, 25 ফেব্রুয়ারি : তীব্র লড়াইয়ের পর ইউক্রেনের চেরনোবিল পরমাণু কেন্দ্রের দখল নিল রাশিয়ার সেনাবাহিনী (Russian forces seize control of Chernobyl nuclear power plant) ৷ একথা জানিয়েছে ইউক্রেন প্রশাসন ৷ তাদের দাবি, সেই কেন্দ্রে পরমাণু অস্ত্রের ভাণ্ডারে কী কী মজুত রয়েছে তার সম্পর্কে কোনও ধারণা নেই রাশিয়ার ৷ ফলে রেডিয়েশন লিক করে ইউরোপে তার অত্যন্ত খারাপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কিয়েভ ৷

একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এক ভিডিয়োতে দেখা যাচ্ছে রাজধানী কিয়েভ (Russia-Ukraine Crisis) থেকে মাত্র 60 মাইল দূরত্বে ধ্বংসপ্রাপ্ত এক রিয়্যাক্টরের সামনে দাঁড়িয়ে রয়েছে রাশিয়ার যুদ্ধ ট্যাংক ও সশস্ত্র গাড়ি ৷

আরও পড়ুন:Strong Sanctions on Russia : "পুতিনের সঙ্গে আর কথা নয়, রাশিয়াকে ফল ভুগতে হবে", আর্থিক নিষেধাজ্ঞা জারি করে ঘোষণা বাইডেনের

তুরস্ক আবার জানিয়েছে, যুদ্ধদীর্ণ ওডেসার উপকূলে একটি বোমায় ধাক্কা খেয়েছে তাদের জাহাজ ৷ এই যুদ্ধ খুব দ্রুত ইউক্রেন থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়বে এবং ইউরোপে চরম অস্থিরতা তৈরি করবে বলে আশঙ্কা করছে ন্যাটোর সদস্য তুরস্ক ৷

এদিকে, রাশিয়া এবার ইউক্রেনের রাজধানী কিয়েভকে নিশানা করবে এই আশঙ্কায় সেখানে কার্ফু জারি করা হয়েছে (Russia-Ukraine latest news) ৷ সাধারণ নাগরিকদের বোমা থেকে সুরক্ষিত কোনও আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই রাজধানী থেকে মাত্র 15 মাইল দূরে গুরুত্বপূর্ণ একটি বায়ুসেনা ঘাঁটিকে নিজেদের দখলে করে নিয়েছে রাশিয়া ৷ বৃহস্পতিবার প্রায় দু'ডজন হেলিকপ্টার নিয়ে সেখানে হামলা চালায় রাশিয়ার সেনাবাহিনী ৷ তার মধ্যে চারটিকে গুলি করে নামাতে সক্ষম হয় ইউক্রেনের সেনা ৷ একটি সূত্র বলেছে, "ওরা এবার কিয়েভে বোমা ছুড়বে ৷ কর্তৃপক্ষ আমাদের নিরাপদ আশ্রয়ে লুকিয়ে পড়তে বলেছে ৷"

প্রিপিয়েট শহরের কাছে অবস্থিত পরমাণু কেন্দ্রটি কুখ্যাত চেরনোবিল বিপর্যয়ের কারণে ৷ কারণ তেমন পরমাণু দুর্ঘটনা গোটা বিশ্বে আর দু'টি ঘটেনি বলে মত ওয়াকিবহাল মহলের ৷ সোভিয়েত ইউনিয়নের অধীনে থাকাকালীন 1986 সালের 26 এপ্রিল ভয়াবহ দুর্ঘটনা ঘটে এখানে ৷ সেই সময় নেতৃত্বে ছিলেন মিখাইল গর্বাচেভ ৷ পরীক্ষা-নিরীক্ষা চলাকালীন সেইদিন মধ্যরাতে পরমাণু কেন্দ্রটিতে দু'টি বা তার বেশি বিস্ফোরণ হয় ৷ রীতিমতো অগ্নিকাণ্ড ঘটে ৷ চারটি রিঅ্যাকটরের মধ্যে 4 নম্বর চুল্লি থেকে রেডিয়েশন শুরু হয় ৷ দুর্ঘটনায় মৃত্যু হয় পরমাণু কেন্দ্রের 4 জন কর্মীর ৷ অসুস্থ হয়ে পড়েন 237 জন ৷ পরের মাস তিনেকে তাঁদের মধ্যে মৃত্যু হয় 31 জনের ৷ পারমাণবিক বিকিরণের ফলে প্রায় 50 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হন ৷ সেই তখন থেকেই পরিত্যক্ত এই শহর ৷ নেই মানুষের বাস ৷

আরও পড়ুন:Russia-Ukraine Crisis : রাশিয়ার আক্রমণের প্রথম দিনে মৃত 137 ইউক্রেনবাসী, জখম 300

Last Updated : Feb 25, 2022, 11:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details