কিভ, 6 মার্চ: যুদ্ধের একাদশতম দিনে (Russia Ukraine Conflict) রাশিয়ার বিমান বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সম্পূর্ণ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মধ্য-পশ্চিম ইউক্রেনের ভিনিৎসিয়া বিমানবন্দর ৷ রবিবার এমনটাই দাবি করেছেন সে দেশের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ৷ ইউক্রেন পার্লামেন্টের টুইটার একাউন্ট থেকে ওই বিমানবন্দরের একটি ভিডিয়োও পোস্ট করা হয়েছে টুইটারে ৷
সংবাদসংস্থা সূত্রে খবর, এই ঘটনার পর ফের একবার আন্তর্জাতিক মহলের কাছে ইউক্রেনের আকাশসীমাকে নো ফ্লাইং জোন ঘোষণার আবেদন জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট, যাতে রুশ যুদ্ধবিমান তাঁদের দেশে প্রবেশ করতে না পারে ৷ ইউক্রেনের জন্য আরও সামরিক বিমান পাঠানোর আবেদনও জানিয়েছেন তিনি ৷ যদিও এর আগে ইউক্রেনের আকাশে বিমান নিষিদ্ধ করা নিয়ে ভোলোদিমির জেলেনস্কির আবেদন খারিজ করে দিয়েছে ন্যাটো ৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যদি তৃতীয় কোনও পক্ষ ইউক্রেনের আকাশসীমায় বিমান চলাচল নিষিদ্ধ করে, তাহলে রাশিয়া ধরে নেবে সেই দেশটিও যুদ্ধে যোগ দিয়েছে ৷