মসকো, 6 জুলাই : 29 জনকে নিয়ে নিরুদ্দেশ হয়ে গেল রাশিয়ার যাত্রীবাহী বিমান ৷ পূর্ব রাশিয়ার কাছে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ স্পুটনিকের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার 29 জন যাত্রী সঙ্গে 6 জন বিমানকর্মীকে নিয়ে উড়েছিল রাশিয়ান বিমানটি ৷ এমনই জানানো হয়েছে রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রকের তরফে ৷
রাশিয়া সরকারের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, 6 জুলাই দুপুরে রাশিয়ান জরুরি পরিষেবা মন্ত্রকের বিপর্যয় বিভাগের কামচসকি অঞ্চলের নির্দেশকের কাছে এএন-26 বিমান সম্পর্কে খবর আসে ৷ সেখানে বলা হয়, একটি যাত্রীবাহী বিমান পেত্রপাভলভস্ক-কামচসকি থেকে পালানার উদ্দেশে রওনা দিয়েছিল ৷ কিন্তু, নির্ধারিত সময়ে সেটি তার গন্তব্যস্থলে পৌঁছায়নি ৷