পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

FIFA and UEFA suspend Russia : ফিফা-উয়েফার নিষেধাজ্ঞা, কাতার বিশ্বকাপে নেই রাশিয়া - Russia suspended by FIFA and UEFA from international football

আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসিত হল রাশিয়া ৷ ফিফা এবং উয়েফা জানিয়েছে, রাশিয়ার ফুটবল ক্লাব এবং জাতীয় দলগুলি আন্তর্জাতিক কোনও ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না (FIFA and UEFA suspend Russia) ৷

FIFA bans Russia
রাশিয়ার উপর ফিফা-উয়েফার নিষেধাজ্ঞা

By

Published : Mar 1, 2022, 7:17 AM IST

জুরিখ (সুইৎজ়ারল্যান্ড), 1 মার্চ : ইউক্রেনের উপর হামলায় লিপ্ত রাশিয়া । ফলস্বরূপ ফিফা নিষেধাজ্ঞা চাপাল রাশিয়া উপর ৷ সে দেশের ফুটবল ক্লাব এবং জাতীয় দলগুলি আর অংশ নিতে পারবে না কোনও আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় । শুধু ফিফা নয়, উয়েফাও রাশিয়াকে নির্বাসিত করেছে (FIFA and UEFA suspend Russia) ৷

ফিফা এবং উয়েফার নিষেধাজ্ঞার পর রাশিয়ার পুরুষ ফুটবল দল আগামী মাসে প্রাক বিশ্বকাপের প্লে অফ ম্যাচে খেলতে পারবে না । রাশিয়ার মহিলা ফুটবল দল সামার ইউরো 2022 প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না । স্পার্টাক মস্কো ফুটবল ক্লাবটি ইউরোপা লিগ থেকে বেরিয়ে গেল । ফলে প্রিকোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ আর বি লিপজিগ শেষ আটে পৌছে গেল । উয়েফাকে রাশিয়ান তেল কোম্পানি আর্থিক ভাবে পৃষ্ঠপোষকতা করত । সেটাও উয়েফা ছিন্ন করেছে । ফিফা এবং উয়েফা যৌথ বিবৃতিতে জানিয়েছে, "ফুটবল এখানে ঐক্যবদ্ধ এবং ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে রয়েছে ।"

রাশিয়ার সঙ্গে 24 মার্চ পোল্যান্ডের বিশ্বকাপ প্লে অফের খেলা রয়েছে । এই সিদ্ধান্তে তা হওয়ার সম্ভাবনা নেই। ইতিমধ্যে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, পোল্যান্ড, চেক রিপাবলিক, সুইডেন এই যুদ্ধ ঘোষণার প্রতিবাদে রাশিয়ার সঙ্গে খেলতে অস্বীকার করেছে । ইতিমধ্যে চলতি বছরের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সেন্ট পিটারবার্গ থেকে সরিয়ে প্যারিসে নিয়ে যাওয়া হয়েছে । ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তাদের স্পনসর রাশিয়ান এয়ারওয়েজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে । বুন্দেসলিগার ক্লাব সালকের প্রধান স্পনসর ছিল রাশিয়ান একটি কোম্পানি । তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করেছে সালকে । ইউক্রেনের ওপর রাশিয়ার এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বের সকলে যে একজোট তা এই পদক্ষেপের মধ্যে দিয়ে বার্তা দেওয়া হচ্ছে ।

আরও পড়ুন : Russia-Ukraine Crisis : ইউক্রেনে আটকে বহু দেশের নাগরিক, এবার তাঁদের পাশে মোদি

ABOUT THE AUTHOR

...view details