মস্কো, 20 মার্চ: ইউক্রেনের সামরিক বাহিনীকে পর্যুদস্ত করতে দীর্ঘ দূরত্বের হাইপারসনিক ও ক্রুজ মিসাইলের ধারাবাহিক আক্রমণ শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী (Russia using hypersonic missile) ৷ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেঙ্কোভ রবিবার জানিয়েছেন, কৃষ্ণ সাগরের মাইকোলেইভ বন্দরের কাছে কোস্তিয়ানতিনিভকায় ইউক্রেনের জ্বালানির ডিপোতে কিনঝাল হাইপারসনিক মিসাইল আক্রমণ চালানো হয়েছে (russia says it used another long range hypersonic missile)৷
পরপর দু‘দিন এই কিনঝান মিসাইল হামলা চালাল রাশিয়ার বাহিনী (hypersonic missile of Russia)৷ এই মিসাইল শব্দের থেকেই 10 গুণ দ্রুতবেগে 2000 কিলোমিটার দূরের নিশানায় আঘাত হানতে সক্ষম ৷ এর আগে রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছিল, পশ্চিম ইউক্রেনের কার্পাথিয়ান পাহাড় সংলগ্ন দিলিয়াতিন বিস্ফোরকের ডিপোকে ধ্বংস করতে প্রথমবার যুদ্ধে কিনঝাল মিসাইলের ব্যবহার করেছিল রাশিয়ার বাহিনী ৷
আরও পড়ুন:Pope Francis Meets Ukrainian Children : ইউক্রেনে জখম শিশুর কপালে ব্যান্ডেজ ছুঁলেন পোপ ফ্রান্সিস