কিভ, 2 মার্চ: ইউক্রেনের রাজধানী কিভ দখলের জন্য মরিয়া রুশ বাহিনী ৷ একের পর হামলা চালানো হচ্ছে কিভে ৷ এরই মাঝে বুধবার ইউক্রেনের দক্ষিণ প্রান্তের গুরুত্বপূর্ণ শহর খেরসনের দখল রাশিয়ার সেনা বাহিনী ৷ রাশিয়ার প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কোভ জানিয়েছেন, রুশ সেনার বিশেষ ডিভিশন ইউক্রেনের দক্ষিণ প্রান্তের এই গুরুত্বপূর্ণ শহরটির দখল নিতে সমর্থ হয়েছে ৷ সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, খেরসনের গভর্নরও জানিয়েছেন, শহরটিকে চারদিক থেকে ঘিরে ফেলেছে রুশ সেনা ৷
এর আগে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেরও দখল নিয়েছে রুশ সেনা বাহিনী ৷ ইউক্রেনের দাবি, রাশিয়ার সেনার হামলায় এখানে এখনও পর্যন্ত 21 জন সাধারণ বাসিন্দার মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন 112 জন ৷ বুধবার সকালেও রুশ সেনা এখানকার পুলিশ অ্যাকাডেমি ও একটি হাসপাতালে হামলা চালায় বলে অভিযোগ ৷