পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

আরও একটি কোরোনার ভ্যাকসিনকে অনুমোদন রাশিয়ার - কোরোনা ভাইরাসের চিকিৎসা

দা ভিকটর স্টেট রিসার্চ সেন্টার অফ ভাইরোলজি তৈরি করেছে এপিভ্যাককোরোনা ।

Covid-19 second vaccine epivaccorona approved by russia
রাশিয়া তৈরি করেছে কোরোনা ভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিন

By

Published : Oct 15, 2020, 7:00 AM IST

মস্কো, 15 অক্টোবর : স্পুটনিক ভি-এর পর এবার এপিভ‍্যাককোরোনা । কোরোনা ভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিন আনতে চলেছে রাশিয়া । বুধবার এই ভ্যাকসিনকে অনুমোদন দেওয়ার কথা ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ।

কোরোনা ভাইরাসের প্রথম ভ্যাকসিন স্পুতনিক ভি-কে ছাড়পত্র দিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল রাশিয়া । যদিও বিভিন্ন বৈজ্ঞানিক মহল থেকে এর সমালোচনা হয়েছে । এবার দ্বিতীয় ভ‍্যাকসিন আনছে পুতিন সরকার ।

নতুন ভ্যাকসিন নিয়ে রাশিয়ার সরকারের তরফে তথ্য প্রকাশ করা হয়েছে । উপপ্রধানমন্ত্রী তাতিয়ানা জানিয়েছেন, তিনি তাঁঁর শরীরে এপিভ‍্যাককোরোনা ভ্যাকসিনের ট্রায়াল দিয়েছেন । কিন্তু তাঁর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি । এপিভ‍্যাককোরোনার জন্য 40 হাজার স্বেচ্ছাসেবক নাম রেজিস্টার করিয়েছেন বলে জানা গেছে ।

ABOUT THE AUTHOR

...view details