লন্ডন, ১৪ ফেব্রুয়ারি : ব্রিটেনের অর্থমন্ত্রকের দায়িত্ব পেলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক । মন্ত্রিসভায় রদবদলের সময় তাঁকে এই দায়িত্ব দেওয়া হয় । ঋষি ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন নারায়ণমূর্তির জামাই ।
গত বছর জুলাইয়ে ঋষিকে চিফ সেক্রেটারি টু দা ট্রেজ়ারির দায়িত্ব দেওয়া হয় । গতকাল মন্ত্রিসভায় রদবদলের সময় সাজিদ জাভিদের জায়গায় অর্থ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় তাঁকে । প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে মতপার্থক্যের জেরে অর্থমন্ত্রীর পদ থেকে সাজিদ ইস্তফা দেন বলে জানা গেছে । আর ১১ নম্বর ডাউনিং স্ট্রিটে ঢোকার সুযোগ পেয়ে যান ঋষি।