পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

ব্রিটেনের অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি - এন নারায়ণমূর্তির জামাই

ব্রিটেনের অর্থমন্ত্রকের দায়িত্ব পেলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক । মন্ত্রিসভায় রদবদলের সময় তাঁকে এই দায়িত্ব দেওয়া হয় । ঋষি ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন নারায়ণমূর্তির জামাই ।

Rishi Sunak, Son-In-Law Of Narayana Murthy, Appointed UK Finance Minister
ব্রিটেনের অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি

By

Published : Feb 14, 2020, 6:37 AM IST

লন্ডন, ১৪ ফেব্রুয়ারি : ব্রিটেনের অর্থমন্ত্রকের দায়িত্ব পেলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক । মন্ত্রিসভায় রদবদলের সময় তাঁকে এই দায়িত্ব দেওয়া হয় । ঋষি ইনফোসিসের প্রতিষ্ঠাতা এন নারায়ণমূর্তির জামাই ।

গত বছর জুলাইয়ে ঋষিকে চিফ সেক্রেটারি টু দা ট্রেজ়ারির দায়িত্ব দেওয়া হয় । গতকাল মন্ত্রিসভায় রদবদলের সময় সাজিদ জাভিদের জায়গায় অর্থ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় তাঁকে । প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে মতপার্থক্যের জেরে অর্থমন্ত্রীর পদ থেকে সাজিদ ইস্তফা দেন বলে জানা গেছে । আর ১১ নম্বর ডাউনিং স্ট্রিটে ঢোকার সুযোগ পেয়ে যান ঋষি।

২০১৫ সালে রিচমন্ড কেন্দ্র থেকে কনজ়ারভেটিভ দলের হয়ে লড়ে প্রথম সাংসদ হন সুনক । ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি । বরিস জনসন প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তাঁর গুরুত্ব বাড়তে থাকে । এবার বড় দায়িত্ব দেওয়া হল তাঁকে ।

সুনকের মা ছিলেন ফার্মাসিস্ট । বাবা ছিলেন চিকিৎসক । নারায়ণমূর্তির মেয়ে অক্ষতাকে বিয়ে করেন তিনি ।

এদিকে ব্রিটেনের স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব পেতে চলেছেন আরও এক ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেল ।

ABOUT THE AUTHOR

...view details