মিলান, 16 মে : রেস্তরাঁ পুনরায় চালু করতে নয়া নিয়ম । তার প্রতিবাদে আজ বিক্ষোভ দেখালেন মালিকেরা ৷ আগামী সোমবার থেকে পুনরায় রেস্তরাঁ চালু করার বিরুদ্ধে বিক্ষোভ দেখান রেস্তরাঁ মালিকেরা ৷ তাঁদের বক্তব্য, " এই নতুন নিয়ম স্পষ্ট নয় ৷ এই নিয়মের জন্য খাদ্য সরবরাহকারী ও উৎপাদকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ৷ "
রেস্তরাঁ পুনরায় চালু করতে নয়া নিয়ম, মিলানে বিক্ষোভ মালিকদের - corona outbreak
" আমরা কাল বন্ধ করার জন্য আজ খুলব না ৷ " এই পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা ৷ এছাড়াও কর বাতিল ও সহায়তার আহ্বান জানিয়ে বিক্ষোভ দেখান তাঁরা ।
" আমরা কাল বন্ধ করার জন্য আজ খুলব না ৷ " এই পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা ৷ এছাড়াও কর বাতিল ও সহায়তার আহ্বান জানিয়ে বিক্ষোভ দেখান তাঁরা । সরকার আজ সকালে রেস্তরাঁগুলি পুনরায় চালু করার জন্য নির্দেশ দেয় ৷ নির্দেশে বলা হয়, প্যাট্রনদের মধ্যে কমপক্ষে এক মিটার (তিন ফুট) দূরত্ব বজায় রাখতে হবে ৷ প্রয়োজনে আগে থেকে দোকানে জায়গা সংরক্ষণ ও কমপক্ষে 2 সপ্তাহের রেকর্ড রাখতে হবে৷ এছাড়াও ব্যক্তিগত কিংবা ডিসপোজ়েবল বা একবার ব্যবহারযোগ্য ডিজিটাল মেনু ব্যবহার করতে হবে । নির্দেশে বলা হলেও , খাবার আসার সঙ্গে সঙ্গে তাপমাত্রা মাপার প্রয়োজন নেই ৷
আগামী সোমবার ইট্যালির রাজধানীতে প্রায় 3 হাজার 400 টি রেস্তরাঁ ফের খোলার পরিকল্পনা করা হয় ৷ পাশাপাশি, 4 হাজার 800 টি বার, 2 হাজার 900 টি হেয়ারড্রেসার, 2 হাজার 200 টি জামা কাপড়ের দোকান ও 700 টি জুতোর দোকান খোলার পরিকল্পনা রয়েছে ৷