লন্ডন, 10 এপ্রিল : ব্রিটেনের উচ্চ আদালতের রায়ে আপাতত স্বস্তি বিজয় মালিয়ার । তাঁকে এখনই "দেউলিয়া" বলতে রাজি নয় লন্ডন হাই কোর্ট । SBI-র নেতৃত্বে 12টি ভারতীয় ব্যাঙ্কের দায়ের করা মামলা আপাতত স্থগিত রাখল তারা । জানাল, এখনই "দেউলিয়া" শব্দটি ব্যবহার করা হলে তা অতিরঞ্জিত করে বলা হবে ।
কিছুদিন আগে স্টেট ব্যাঙ্কের নেতৃত্বে 12 টি ভারতীয় ব্যাঙ্ক আবেদন জানিয়েছিল যাতে বিজয় মালিয়াকে দেউলিয়া ঘোষণা করা হয় এবং তাঁর কাছ থেকে 9 হাজার 920 কোটি টাকা আদায় করা যায় । আপাতত এই আবেদন থেকে বিজয় মালিয়াকে মুক্তি দিতে গিয়ে বিচারপতি মাইক ব্রিগস বলেন, "যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টে ও কর্নাটক হাইকোর্টে বিজয় মালিয়ার বিভিন্ন আবেদনের শুনানি শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাঁকে সময় দেওয়া উচিত । তার আগেই ব্যাঙ্কগুলির আবেদনের শুনানি করে লাভ নেই ।"