পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

লন্ডন আদালতের রায়ে আপাতত স্বস্তিতে বিজয় মালিয়া - বিজয় মালিয়া

কিছুদিন আগে স্টেট ব্যাঙ্কের নেতৃত্বে 12টি ভারতীয় ব্যাঙ্ক আবেদন জানিয়েছিল যাতে বিজয় মালিয়াকে দেউলিয়া ঘোষণা করা হয় এবং তাঁর কাছ থেকে 9,920 কোটি টাকা আদায় করা যায় । কিন্তু তাঁকে এখনই "দেউলিয়া" বলতে রাজি নয় লন্ডন হাই কোর্ট । মামলাটি আপাতত স্থগিত রেখেছে তারা ।

Vijay Mallya
বিজয় মালিয়া

By

Published : Apr 10, 2020, 12:29 PM IST

লন্ডন, 10 এপ্রিল : ব্রিটেনের উচ্চ আদালতের রায়ে আপাতত স্বস্তি বিজয় মালিয়ার । তাঁকে এখনই "দেউলিয়া" বলতে রাজি নয় লন্ডন হাই কোর্ট । SBI-র নেতৃত্বে 12টি ভারতীয় ব্যাঙ্কের দায়ের করা মামলা আপাতত স্থগিত রাখল তারা । জানাল, এখনই "দেউলিয়া" শব্দটি ব্যবহার করা হলে তা অতিরঞ্জিত করে বলা হবে ।

কিছুদিন আগে স্টেট ব্যাঙ্কের নেতৃত্বে 12 টি ভারতীয় ব্যাঙ্ক আবেদন জানিয়েছিল যাতে বিজয় মালিয়াকে দেউলিয়া ঘোষণা করা হয় এবং তাঁর কাছ থেকে 9 হাজার 920 কোটি টাকা আদায় করা যায় । আপাতত এই আবেদন থেকে বিজয় মালিয়াকে মুক্তি দিতে গিয়ে বিচারপতি মাইক ব্রিগস বলেন, "যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টে ও কর্নাটক হাইকোর্টে বিজয় মালিয়ার বিভিন্ন আবেদনের শুনানি শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাঁকে সময় দেওয়া উচিত । তার আগেই ব্যাঙ্কগুলির আবেদনের শুনানি করে লাভ নেই ।"

ব্রিগস আরও বলেন, "যখন ভারতের আদালতগুলিতে এই মামলা সংক্রান্ত শুনানি চলছে ঠিক তখনই দেউলিয়ার আবেদন জানিয়ে ব্যাঙ্কগুলি বাড়তি চাপ তৈরি করার চেষ্টা করছে ।" মালিয়ার বন্ধ হয়ে যাওয়া বিমান সংস্থাকে ঋণ দান সংক্রান্ত একটি মামলায় গতবছর ডিসেম্বরে মামলাকারী ও বিজয় মালিয়া, উভয় পক্ষের বক্তব্য শুনেছিলেন এই মাইক ব্রিগস ।

বিজয় মালিয়া ইউনাইটেড ব্রিউরিজ়ের অংশীদারদের সঙ্গে আর্থিক বোঝাপড়া করে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন । এর পাশাপাশি কর্নাটক হাইকোর্টকেও তিনি জানিয়েছিলেন, দরকারে ব্রিউরিজ়ের শেয়ার ও সম্পত্তি বিক্রি করে তিনি ঋণ শোধ করবেন ।

সে সব মামলার শুনানি চলছে দুই আদালতে । যা শেষ না হওয়া পর্যন্ত আগাম তাঁকে দেউলিয়া ঘোষণা করা উচিত হবে না বলে ভারতীয় ব্যাঙ্কগুলির মামলা আপাতত স্থগিত রাখল লন্ডন হাই কোর্ট ।

ABOUT THE AUTHOR

...view details