লন্ডন, 30 মে : গোপনে বিয়ে সারলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও তাঁর প্রেমিকা ক্যারি সাইমন্ডস । শনিবার ওয়েস্টমিনস্টার ক্যাথিড্রালে চার হাত এক করলেন দুজনে । এ নিয়ে জনসনের তৃতীয় ও সাইমন্ডসের প্রথম বিয়ে ।
করোনার পরিস্থিতিতে ব্রিটেনে বিয়ের অনুষ্ঠানে 30 জনের বেশি জমায়েত করা যাবে না । স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, শনিবার দুপুর নাগাদ দুজনে বিয়ের সাজে আসেন ওয়েস্টমিনস্টার ক্যাথিড্রালে । বিয়ে চলাকালীন প্রায় আধ ঘণ্টা বন্ধ ছিল ক্যাথিড্রালের দরজা । জানা গিয়েছে, জনসনের পরিচিতরা বিয়ের খবরই পাননি । শেষ মুহূর্তে আমন্ত্রণ করা হয়েছে কয়েকজনকে ।