পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Zelenskyy warns of World War III : পুতিনের সঙ্গে আলোচনায় রাজি, তা ব্যর্থ হলে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ: জেলেনস্কি

পুতিনের সঙ্গে আলোচনায় রাজি (Zelenskyy Ready for talks with Putin) হলেও তা ব্যর্থ হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন ইউক্রেনের (Russia Ukraine War) প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Zelenskyy warns of World War III) ৷

War in Ukraine
পুতিনের সঙ্গে আলোচনায় রাজি, তা ব্যর্থ হলে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ: জেলেনস্কি

By

Published : Mar 21, 2022, 9:56 AM IST

কিভ, 21 মার্চ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি আলোচনায় রাজি (Zelenskyy Ready for talks with Putin) ৷ জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি (Zelenskyy warns of WW3) ৷ তবে সেই আলোচনা ব্যর্থ হলে আরও একটা বিশ্বযুদ্ধের পথ খুলে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷ একটি মার্কিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ৷

কিভ ইন্ডিপেনডেন্ট তাঁকে উদ্ধৃত করে টুইটে লিখেছে, "জেলেনস্কি: 'আমি পুতিনের সঙ্গে সমঝোতায় রাজি আছি (Ready for talks with Putin) ৷ তবে তা ব্যর্থ হলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে ৷' জেলেনস্কি সিএনএন-কে বলেছেন যে, তিনি পুতিনের সঙ্গে সমঝোতার জন্য তৈরি আছেন ৷ তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি সেই সমঝোতার প্রচেষ্টা ব্যর্থ হয়, তবে আরও একটা বিশ্বযুদ্ধ শুরু হবে ৷"

আরও পড়ুন:Russia using hypersonic missile: ইউক্রেনে পরপর হাইপারসনিক মিসাইল হামলা রাশিয়ার

ইউক্রেনে মার্শাল আইন জারি থাকার সময়সীমা আরও বাড়াতে রবিবার একটি বিলে স্বাক্ষর করেছেন জেলেনস্কি ৷ এই বিলে 26 মার্চ থেকে আরও 30 দিন দেশে মার্শাল আইন বলবৎ রাখার কথা বলা হয়েছে ৷ 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের উপর সামরিক অভিযান শুরু করলে, দেশে মার্শাল আইন জারি করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ৷

অপরদিকে, ইউক্রেনের সামরিক বাহিনীকে পর্যুদস্ত করতে দীর্ঘ দূরত্বের হাইপারসনিক ও ক্রুজ মিসাইলের ধারাবাহিক আক্রমণ চালাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী (Russia using hypersonic missile) ৷ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেঙ্কোভ রবিবার জানিয়েছেন, কৃষ্ণ সাগরের মাইকোলেইভ বন্দরের কাছে ইউক্রেনের সামরিক জ্বালানির ডিপোতে কিনঝাল হাইপারসনিক মিসাইল আক্রমণ চালানো হয়েছে ৷ এই মিসাইল শব্দের থেকেও 10 গুণ দ্রুতবেগে 2000 কিলোমিটার দূরের নিশানায় আঘাত হানতে সক্ষম ৷ এর আগে রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছিল, পশ্চিম ইউক্রেনের কার্পাথিয়ান পাহাড় সংলগ্ন দিলিয়াতিন বিস্ফোরকের ডিপোকে ধ্বংস করতে প্রথমবার যুদ্ধে কিনঝাল মিসাইলের ব্যবহার করেছিল রাশিয়ার বাহিনী ৷

আরও পড়ুন:Russia Ukraine Conflict : ইউক্রেনের স্কুলে বোমা ফেলল রাশিয়া, এখনও পর্যন্ত যুদ্ধের বলি 150 শিশু

ABOUT THE AUTHOR

...view details