নয়াদিল্লি, 5 মার্চ : ইউক্রেনে যুদ্ধের মাঝেই এবার সরাসরি পশ্চিমি দেশগুলিকে হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Putin warns third parties) ৷ রুশ সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, পুতিন শনিবার বলেছেন, "কোনও দেশ যদি ইউক্রেনের আকাশে বিমান চলাচল নিষিদ্ধ ঘোষণা করে তাহলে রাশিয়া ধরে নেবে সেই দেশটিও এই যুদ্ধে যোগ দিয়েছে ৷"
মনে করা হচ্ছে নাম না করে এদিন কার্যত আমেরিকা-সহ ন্যাটোগোষ্ঠীভুক্ত দেশগুলিকেই চরম হুঁশিয়ারি দিলেন পুতিন ৷ কারণ, মাত্র একদিন আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ন্যাটো'র কাছে অনুরোধ করেছিলেন ইউক্রেনের আকাশসীমাকে বিমান চলাচলের জন্য নিষিদ্ধ অর্থাৎ 'নো ফ্লাইং জোন' হিসেবে ঘোষণা করার ৷ যদিও ইউক্রেনের প্রেসিডেন্টের সেই অনুরোধ খারিজ করে দিয়েছে ন্যাটো৷ এরপরেই ন্যাটোর বিরুদ্ধে তোপ দেগে জেলেনস্কি মন্তব্য করেন, ইউক্রেনের আকাশসীমা নিষিদ্ধ না করে রাশিয়াকে আরও ধ্বংস চালানোর সুযোগ করে দিল পশ্চিমের দেশগুলি ৷ এরপর ইউক্রেনে প্রতিটি মৃত্যুর জন্য দায়ী থাকবে ন্যাটো ৷