স্টকহোম, 17 এপ্রিল : কোরোনা মোকাবিলায় এবার স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ শুরু করলেন সুইডেনের রাজকুমারী সোফিয়া । ইতিমধ্যেই স্টকহোমের একটি হাসপাতালে কাজ শুরু করেছেন তিনি । আজ একটি ছবি প্রকাশ্যে আসে যেখানে দেখা যাচ্ছে তাঁর সহকর্মীদের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রয়েছেন তিনি ।
35 বছর বয়সি সোফিয়া বিয়ে করেছেন প্রিন্স কার্ল ফিলিপকে । দেশে দিন দিন কোরোনায় সংক্রমণ বেড়ে চলেছে । বাড়ছে মৃত্যুও । এই পরিস্থিতিতে মানুষের সেবায় এগিয়ে এলেন তিনি । স্টকহোমের একটি বিশ্ববিদ্যালয় থেকে তিন দিনের মেডিকেল কোর্স করেছেন সোফিয়া । তারপরই হাসপাতালে কাজ শুরু করেন তিনি ।