লন্ডন, 6 মে : ব্রিটিশ প্রিন্স হ্যারির স্ত্রী মেগান জন্ম দিলেন এক পুত্রসন্তানের । বিষয়টি সবাইকে জানিয়ে ডিউক অব সাসেক্স হ্যারি বলেন, "আমরা সত্যিই রোমাঞ্চিত। মেগান অন্তঃসত্ত্বা হওয়ার পর পুরো সময়টাতে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ । মা-ছেলে সুস্থ আছে । নতুন রাজপুত্রের নাম এখনও ঠিক হয়নি । বিষয়টি নিয়ে ভাবছি আমরা । স্থানীয় সময় ভোর পাঁচটা ২৬ মিনিটে পৃথিবীর আলো দেখে নতুন রাজপুত্র ।"
ব্রিটিশ রাজপরিবারে নতুন অতিথির আগমন - british royal family
ব্রিটিশ প্রিন্স হ্যারির স্ত্রী মেগান জন্ম দিলেন এক পুত্রসন্তানের । গত বছরের ১৯ মে মেগানকে বিয়ে করেন হ্যারি । ১৫ অক্টোবর কেনসিংটন প্যালেস মেগানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করে ।
সস্ত্রীক প্রিন্স হ্যারি
বাকিংহাম প্যালেস সূত্রে জানানো হয়, নতুন রাজপুত্রের ওজন হয়েছে 7 পাউন্ড 30 আউন্স । এই খবরে রাজপরিবারে খুশির বন্যা বয়ে যায় । রানি দ্বিতীয় এলিজ়াবেথ, ডিউক অব এডিনবার্গ, প্রিন্স অব ওয়েলস, ডাচেস অব কর্নওয়েল, ডিউক ও ডাচেস অফ কেমব্রিজসহ সবাই উৎফুল্ল । প্রথম নাতি হওয়ার খবরে দারুণ খুশি ডাচেস অব সাসেক্স মেগানের মা ডরিয়া রাগল্যান্ডও ।
গত বছরের ১৯ মে মেগানকে বিয়ে করেন হ্যারি । ১৫ অক্টোবর কেনসিংটন প্যালেস মেগানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করে ।
Last Updated : May 6, 2019, 10:00 PM IST