লন্ডন, 7 জুন: এবার কন্যা সন্তানের জন্ম দিলেন ব্রিটেনের রাজকুমার হ্যারির স্ত্রী মেগান মার্কেল । ডাচেস অফ সাসেক্সের সদ্যজাত সন্তানের নাম রাখা হয়েছে লিলিবেট ‘লিলি’ ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর ৷
শুক্রবার স্থানীয় সময় 11টা 40 মিনিটে আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা কটেজ হাসপাতালে জন্ম হয়েছে লিলির । রাজ পরিবারের এক প্রতিনিধি জানিয়েছেন, শিশুর ওজন হয়েছে 3 কিলোগ্রাম ৷ মা ও শিশু ভাল আছে ৷