রাষ্ট্রসংঘ (জেনেভা), 22 জুলাই : কোনওভাবেই কমানো যাচ্ছে না করোনা ভাইরাসের সংক্রমণ (Covid Infection) ৷ আর সেই সংক্রমণের সংখ্যার মধ্যে 75 শতাংশের বেশি আবার ডেল্টা ভ্যারিয়্যান্টে (Delta Variant) আক্রান্ত ৷ বিশ্বস্বাস্থ্য সংস্থার (World Health Organization) তরফে এমনটাই জানানো হয়েছে ৷ তাদের দাবি, গত চার সপ্তাহের নমুনা পরীক্ষা করার পর এই ফল পাওয়া গিয়েছে ৷ যে দেশগুলিতে ডেল্টা ভ্যারিয়্যান্টের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, সেই দেশগুলির তালিকায় ভারত, চিন, রাশিয়া, ইজরায়েল ও যুক্তরাজ্যও রয়েছে ৷
প্রতি সপ্তাহে বিশ্বস্বাস্থ্য সংস্থা বা হু-এর তরফে একটি এপিডেমিওলজিক্যাল আপডেট প্রকাশ করা হয় ৷ গত 20 জুলাই সেই আপডেটের সাম্প্রতিক সংস্করণ প্রকাশিত হয় ৷ সেখানে হু-এর তরফে জানানো হয়েছে, করোনার টিকাকরণের কাজ ঠিক মতো করা হচ্ছে ৷ তার পরও তাদের ছ’টি অঞ্চলে করোনা ভাইরাসের জেরে সংক্রমণ বেড়েই চলেছে ৷
আরও পড়ুন :করোনা সংক্রমণের ভয়ে 15 মাস গৃহবন্দি অন্ধ্রের এক পরিবার
হু (WHO)-এর তরফে প্রকাশ করা ওই আপডেটে জানানো হয়েছে, গত সপ্তাহে সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে ইন্দোনেশিয়ায় (3 লক্ষ 50 হাজার 273 নতুন সংক্রমণ ৷ সংক্রমণ বেড়েছে 44 শতাংশ ৷) ৷ ভারতের (India) স্থান চার নম্বরে ৷ গত সপ্তাহে ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 2 লক্ষ 68 হাজার 843 জন ৷ করোনা সংক্রমণ 8 শতাংশ বেড়েছে ৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ব্রিটেন ও ব্রাজিল ৷ সংক্রমণের তালিকায় পঞ্চম স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে ৷