পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Joe Biden Helps Ukraine : রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে অস্ত্র সাহায্য আমেরিকার

রাশিয়ার সঙ্গে মুখোমুখি যুদ্ধ করবে না আমেরিকা ৷ কিন্তু রুশ সেনাকে রুখতে ইউক্রেনকে অস্ত্র, অর্থ, অন্য সব দিক দিয়ে পাশে থাকার আশ্বাস দিল জো বাউডেন প্রশাসন (Joe Biden Helps Ukraine) ৷

Joe Biden provides Ukraine with money and food
ইউক্রেনকে অর্থ সাহায্য় করছে আমেরিকা

By

Published : Mar 15, 2022, 8:19 AM IST

ওয়াশিংটন, 15 মার্চ : অস্ত্র দেবে জো বাইডেন প্রশাসন ৷ রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে লড়তে ইউক্রেনবাসীদের হাতে অস্ত্রশস্ত্র তুলে দেওয়ার কথা ঘোষণা করলেন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ শুধু তাই নয়, ইউক্রেন ছেড়ে আসা শরণার্থীরাও আমেরিকায় আশ্রয় পাবে, টুইটারে এই কথা জানিয়েছেন প্রেসিডেন্ট (President Joe Biden allows Ukrainian refugees and provide weapons to defend Russia) ৷

তিনি বলেন, "ইউক্রেন যাতে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, তা নিশ্চিত করতে আমরা তাদের অস্ত্র দেব ৷ ইউক্রেনবাসীদের রক্ষা করতে আমরা তাদের অর্থ, খাবার এবং অন্য সব সাহায্য করব ৷ আমরা ইউক্রেন শরণার্থীদের স্বাগত জানাচ্ছি ৷"

আরও পড়ুন : US on Russia-Ukraine Crisis : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে না ন্যাটো গোষ্ঠী, স্পষ্ট করলেন বাইডেন

এর আগে জো বাইডেন প্রশাসন ইউক্রেনকে অস্ত্র কিনতে 20 কোটি মার্কিন ডলার দিয়েছে, শনিবার এই কথা জানিয়েছে হোয়াইট হাউজ় ৷ একটি টুইট করে হোয়াইট হাউজ় জানায়, "আজ প্রেসিডেন্ট বাইডেন অতিরিক্ত অস্ত্র ও যুদ্ধ লড়ার প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবস্থা করতে 20 কোটি মার্কিন ডলার অনুমোদন করেছেন ৷ 2021 জানুয়ারি থেকে এ পর্যন্ত, এক বছরের মধ্যে আমেরিকা চতুর্থবার সামরিক সাহায্য করল ইউক্রেনকে ৷ তাদের 120 কোটি মার্কিন ডলারেরও বেশি অর্থ দিয়েছে আমেরিকা ৷"

এর মধ্যে সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন টুইট করে লেখেন, "আমি ইউক্রেনকে অস্ত্র, সরঞ্জামের বন্দোবস্ত করতে 20 কোটি মার্কিন ডলার অনুমোদন করলাম ৷" তিনিও জানান, এক বছরের মধ্যে এ নিয়ে চারবার আমেরিকা ইউক্রেনকে সামরিক সাহায্য করল ৷

তবে জো বাইডেন বারে বারে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধের পথ এড়িয়ে গিয়েছেন ৷ কিন্তু তিনি এভাবে ভোলোদিমির জেলেনস্কির পাশে দাঁড়িয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details