রোম, 20 মার্চ : ওদের কারও মাথায় ব্যান্ডেজ, কারও বা গায়ে বিভিন্ন জায়গায় ৷ কেউবা সংকটজনক অবস্থায় দিন গুনছে ৷ এমন সব বাচ্চাদের সঙ্গে দেখা করলেন তিনি ৷ শনিবার হঠাৎ ইতালির রোমে একটি হাসপাতালে যান পোপ ফ্রান্সিস ৷ সেখানে ইউক্রেন থেকে কোনও রকমে প্রাণ নিয়ে পালিয়ে আসা শরণার্থী বাচ্চাদের চিকিৎসা চলছে ৷ তাদের সঙ্গে দেখা করলেন পোপ (Pope Francis meets Ukrainian children refugees in Rome hospital) ৷
এমনই একটি ছবি প্রকাশ করেছে ভ্যাটিকান ৷ সেখানে দেখা যাচ্ছে, পোপ একটি বাচ্চা মেয়ের কপালে হাত রেখে তাকে আশীর্বাদ করছেন ৷ তাঁর স্পর্শে বাচ্চাটির যন্ত্রণার উপশমের চেষ্টা করছেন ৷ মেয়েটির পুরো মাথাটাই ব্যান্ডেজে ঢাকা, গলাতেও টিউব লাগানোর ব্যবস্থা করা হয়েছে ৷
আরও পড়ুন : Russia Ukraine Conflict : ইউক্রেনের উপর হাইপারসনিক মিসাইল হামলা রাশিয়ার