ভ্যাটিকান সিটি, 10 জানুয়ারি: আগামী সপ্তাহে কোরোনার টিকা নিতে পারেন পোপ ফ্রান্সিস । সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এক সাক্ষাৎকারে পোপ নিজে একথা জানিয়েছেন। যে সাক্ষাৎকার রবিবার রাতে সম্প্রচার হবে। আগামী সপ্তাহ থেকেই রোমে কোরোনা টিকাকরণ শুরু হতে চলেছে।
আগামী সপ্তাহে কোরোনার টিকা নিতে পারেন পোপ ফ্রান্সিস - কোরোনার টিকা
পোপ ফ্রান্সিস জানান, “কোরোনার টিকা নেওয়া আমাদের নৈতিক কর্তব্য। ভ্যাটিকানে আগামী সপ্তাহ থেকে টিকাকরণ শুরু হবে। আমি নিজেও সেই টিকা নেব।”
পোপ ফ্রান্সিস জানান, “কোরোনার টিকা নেওয়া আমাদের নৈতিক কর্তব্য। ভ্যাটিকানে আগামী সপ্তাহ থেকে টিকাকরণ শুরু হবে। আমি নিজেও সেই টিকা নেব।” প্রসঙ্গত, ভ্যাটিকানের কয়েকটি সমাজসেবী সংস্থা কোরোনার ভ্যাকসিন তৈরির পদ্ধতি নিয়ে সংশয় প্রকাশ করেছিল। যারপর গতবছর ডিসেম্বরে ভ্যাটিকানের তরফে জানানো হয়, নীতিগতভাবে কোরোনার টিকাকরণ গ্রহণযোগ্য।
পোপ ফ্রান্সিসের অনুমতির পর ভ্যাটিকানের তরফে একথা জানানো হয়। এর আগে ইংল্যান্ডের রানি দ্বিতীয় কুইন এলিজাবেথ এবং ডিউক অফ এডিনবার্গ প্রিন্স ফিলিপ কোরোনার টিকা নিয়েছেন বলে বাকিংহাম প্যালেসের তরফে জানানো হয়েছে।