নয়াদিল্লি, 3 মার্চ :ইউক্রেনেআটকে থাকা ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পূর্ব ইউক্রেনের খারকিভে এখনও অনেক ভারতীয় ছাত্র আটকে রয়েছে ৷ যেখানে দফায় দফায় চলছে বোমাবর্ষণ ৷ রাশিয়ান সেনা ইউক্রেনের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে দখলের সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ গতকাল রাশিয়ার ইউক্রেনে হামলা চালানোর ষষ্ঠ দিন ছিল ৷ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইউক্রেন থেকে ভারতীয়দের বের করে নিয়ে আসা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন মোদি সরকার ৷ সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত জায়গাগুলি, বিশেষত খারকিভ থেকে ভারতীয়দের উদ্ধার করা এবং পরিস্থিতি পর্যালোচনা নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে (PM Narendra Modi speaks to Russian President Vladimir Putin over Indian evacuation from Russia) ৷
তবে এই আলোচনার মধ্যেই রাশিয়ার একটি দাবি ঘিরে চোখ কপালে উঠেছে ৷ তাদের দাবি, ভারতীয় ছাত্রদের পণবন্দি করে রেখেছে ইউক্রেনের সেনাবাহিনী ৷ তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে ৷ কোনওভাবে ইউক্রেন ছেড়ে রাশিয়ায় যেতে দিচ্ছে না তাদের ৷ রাশিয়ায় ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, এরকম কিছু হয়ে থাকলে তার দায় সম্পূর্ণরূপে কিভ কর্তৃপক্ষের ৷ তবে ভারতীয় নাগরিকদের সুরক্ষিতভাবে ইউক্রেন থেকে বের করে ভারতে কীভাবে পাঠানো যায় তা নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে ৷ ভারতীয় পড়ুয়ারা রাশিয়া ছাড়তে পারলেই নিরাপদে দেশে ফিরতে পারবে ৷ এর জন্য রাশিয়া তাদের সামরিক বিমানও দিতে রাজি ৷