পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

"কাশ্মীর ইশু দ্বিপাক্ষিক", একসুরে বললেন মোদি-ট্রাম্প - kashmir

ফ্রান্সে অনুষ্ঠিত G-7 সম্মেলনের মাঝেই অ্যামেরিকার প্রেসিডেন্টকে পাশে বসিয়ে মোদি ফের স্পষ্ট করে দিলেন, কাশ্মীর ইশু ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় । একই কথা বললেন ট্রাম্পও ৷

"কাশ্মীর ইশু দ্বিপাক্ষিক", একসুরে বললেন মোদি-ট্রাম্প

By

Published : Aug 26, 2019, 5:00 PM IST

প্যরিস, 26 অগাস্ট : ফ্রান্সে অনুষ্ঠিত G-7 সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে জীববৈচিত্র্য, পরিবেশ, আবহাওয়া, সমুদ্র ও জলবায়ু বিষয়ক একটি আলোচনায় বক্তৃতা রাখেন মোদি । আজ সেই আলোচনার শেষে পার্শ্ববৈঠক করেন মোদি ও ট্রাম্প । সেই বৈঠকেই অ্যামেরিকার প্রেসিডেন্টকে পাশে বসিয়ে মোদি ফের স্পষ্ট করে দিলেন, কাশ্মীর ইশু ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় । একই কথা বললেন ট্রাম্পও ৷

মোদি বলেন, "1947 সালের আগে ভারত-পাকিস্তান এক সঙ্গে ছিল । আমি নিশ্চিত যে আলোচনার মাধ্যমে সব সুরাহা হবে ।" মোদির এই বক্তব্যকে সমর্থন জানিয়ে ট্রাম্পও বলেন, "কাশ্মীর ইশু দ্বিপাক্ষিক । এতে মধ্যস্থতার কোনও প্রয়োজন নেই । এই সমস্যার সমাধান দুই দেশ মিলেই করবে ।"

ভারত বারবারই জানিয়েছে, তৃতীয় পক্ষ নাক গলাবে না । কাশ্মীর অভ্যন্তরীণ বিষয় । তা সত্ত্বেও সাম্প্রতিককালে ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন যে তিনি কাশ্মীর ইশুতে মধ্যস্থতায় রাজি । এর আগে জুলাইয়ে অ্যামেরিকা সফরে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । সেই সময় যৌথ সাংবাদিক বিবৃতিতে ট্রাম্প বলেন, "2 সপ্তাহ আগে আমি মোদির সঙ্গে ছিলাম । বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল । উনি আমাকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে বললেন । আমি জিজ্ঞাসা করলাম কোথায় ? বললেন, কাশ্মীরে ।"

এরপর ট্রাম্পের এই দাবি বিদেশমন্ত্রক নস্যাৎ করলেও বিরোধীদের তোপের মুখে পড়তে হয় মোদি সরকারকে । ট্রাম্পের কাশ্মীর নিয়ে মন্তব্যের জেরে উত্তাল হয় সংসদ । সেই পরিপ্রেক্ষিতে ট্রাম্পকে পাশে বসিয়ে মোদির কাশ্মীর দ্বিপাক্ষিক ইশু মন্তব্য বেশ তাৎপূর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিবিদরা ।

এদিকে আজ ট্রাম্প বলেন, তাঁর সঙ্গে কাশ্মীর ইশুতে মোদির কথা হয়েছে । মোদি তাঁকে জানিয়েছেন যে কাশ্মীরের পরিস্থিতির উপর পুরো নিয়ন্ত্রণ রয়েছে ভারত সরকারের । আমি আশাবাদী যে ভারত-পাকিস্তান কিছু করবে, যা ভালোই হবে ।"

পাশাপাশি ট্রাম্প আরও বলেন, "ভারত ও পাকিস্তানকে এক সঙ্গে মিলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে । দুই দেশের উন্নতির জন্য এক সঙ্গে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে তাদের । "

ABOUT THE AUTHOR

...view details