পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

PM Modi talks with EC chief over Ukraine: ইউক্রেনকে মানবিক সাহায্য দিল্লির, ইউরোপিয়ান কাউন্সিলকে জানালেন মোদি

সংকটের সময়ে ইউক্রেনের দিকে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত ৷ ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলে এ কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi holds phone talks with European Council President) ৷

pm-modi-holds-phone-talks-with-european-council-president-over ukraine
ইউক্রেনকে মানবিক সাহায্য দিল্লির, ইউরোপিয়ান কাউন্সিলকে জানালেন মোদি

By

Published : Mar 2, 2022, 9:59 AM IST

নয়াদিল্লি, 2 মার্চ: ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেলের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাশিয়ার সামরিক অভিযানে কিভের ভয়াবহ অবস্থা এবং মানবিক সংকট নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি ৷ সেই আলোচনাতেও ফের যুদ্ধবিরতি করে আলোচনায় বসার আর্জি জানিয়েছেন নমো ৷ প্রধানমন্ত্রীর দফতর (PM Modi holds phone talks with European Council President) সূত্রে বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে ৷

যুদ্ধদীর্ণ ইউক্রেনের মানুষের জন্য ভারতের তরফে যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে (Modi to send humanitarian aid to Ukraine), তারও এ দিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ তিনি জানান, দুর্গত স্থানগুলিতে ওষুধ, খাবার-সহ নানা ত্রাণসামগ্রী পাঠিয়েছে দিল্লি (PM Modi talks with EC chief over Ukraine) ৷ বিবৃতিতে জানানো হয়েছে, সব রাষ্ট্রের আঞ্চলিক অখন্ডতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার উপর ভিত্তি করে যে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘের সনদ রয়েছে, তা মেনে চলার উপরও বৈঠকে জোর দেন মোদি ৷

আরও পড়ুন:Biden Banning Russia : আমেরিকার আকাশে উড়বে না রাশিয়ার বিমান, ঘোষণা বাইডেনের

দু‘পক্ষের কাছেই আলোচনার আবেদন জানিয়ে প্রত্যেক নাগরিক যাতে মুক্ত ভাবে সর্বত্র বিচরণ করতে পারেন, তা নিশ্চিত করার ব্যাপারে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এর আগে, ইউক্রেনের খারকিভে গোলাগুলিতে ভারতীয় ছাত্রের মৃত্যুতে শোকপ্রকাশ করেছিলেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ৷ কর্নাটকের হাভেরির বাসিন্দা নবীন শেখরাপ্পা মেডিক্যালের ছাত্র ছিলেন ৷ মঙ্গলবার খারকিভে একটি সরকারি ভবন উড়িয়ে দেয় রাশিয়ার বাহিনী ৷ তাতেই প্রাণ যায় নবীনের ৷ ইউক্রেনের ভারতীয় দূতাবাস জরুরি ভিত্তিতে ভারতীয়দের কিভ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়ার এক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় কর্নাটকের ছাত্রের ৷

আরও পড়ুন :Russia Attacks TV Tower In Kyiv : কিভের টিভি টাওয়ার ধ্বংস করল রাশিয়া, খারকিভের বহুতলে এয়ারস্ট্রাইকে মৃত 8 ইউক্রেন নাগরিক

ABOUT THE AUTHOR

...view details