রোম (ইতালি), 29 অক্টোবর :রোমে বসবাসকারী ভারতীয়রা উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ৷ শুক্রবার রোমের পিয়াজা গান্ধিতে (Piazza Gandhi) পৌঁছন মোদি ৷ উদ্দেশ্য, মহাত্মা গান্ধির মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপন ৷ ভারতের প্রধানমন্ত্রী সেখানে পৌঁছতেই রীতিমতো হুল্লোড় শুরু করে দেন রোমে বসবাসকারী ভারতীয়রা ৷ নরেন্দ্র মোদিকে সমবেতভাবে অভ্যর্থনা জানান তাঁরা ৷
আরও পড়ুন :Narendra Modi : জি-20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে রোমে পৌঁছালেন মোদি
সূত্রের খবর, শুধুমাত্র নরেন্দ্র মোদিকে সামনে থেকে দেখবেন এবং তাঁর সঙ্গে করমর্দন করবেন বলেই বহু প্রবাসী ভারতীয় সারারাত সফর করে পিয়াজা গান্ধিতে এসে পৌঁছন ৷ মোদিও তাঁদের হতাশ করেননি ৷ পিয়াজা গান্ধি চত্বরে ঢুকেই প্রথমে জাতির জনককে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি ৷ আর তারপরই অপেক্ষারত প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী ৷ তাঁদের সঙ্গে হাসি মুখে কথা বলতে দেখা যায় তাঁকে ৷ অনুরাগীদের সঙ্গে হাতও মেলান মোদি ৷ পরে এই বিষয়ে একটি টুইটও করেন প্রধানমন্ত্রী ৷ তিনি লেখেন, ‘‘রোমে আমি মহাত্মা গান্ধিকে শ্রদ্ধাজ্ঞাপনের সুযোগ পেয়েছি ৷ তাঁর আদর্শ বিশ্বের কোটি কোটি মানুষকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে ৷’’