পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

অ্যাসেজ়ে ইংল্যান্ডের রুদ্ধশ্বাস জয়ের খবর ব্রিটেনের প্রধানমন্ত্রীকে দেন মোদি - boris johnson

গতকাল অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যসেজ়ে ইংল্যান্ডের রুদ্ধশ্বাস জয়ের খবরটি ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে মোদিই প্রথম জানান ।

অ্যাসেজ়ে ইংল্যান্ডের রুদ্ধশ্বাস জয়ের খবর ব্রিটেনের প্রধানমন্ত্রীকে দেন মোদি

By

Published : Aug 26, 2019, 5:07 PM IST

প্যারিস, 26 অগাস্ট : খেলাতেও সমান আগ্রহ তাঁর । গতকাল প্রথম ভারতীয় হিসাবে পি ভি সিন্ধু ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই টুইট করে তাঁকে অভিনন্দন বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তা ছাড়াও ক্রীড়াক্ষেত্রে ভারতের যেকোনও কৃতিত্বের উপরই তিনি নজর রাখেন । তবে শুধু ভারতীয়দের খেলাধূলার উপরই নজর রাখেন না মোদি । গতকাল অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যসেজ়ে ইংল্যান্ডের রুদ্ধশ্বাস জয়ের খবরটি ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে মোদিই প্রথম জানান ।

ফ্রান্সে অনুষ্ঠিত G-7-এর সম্মেলনে সাক্ষাৎ হচ্ছে বিশ্বের তাবড় নেতাদের । আলোচনা হচ্ছে বিশ্ব বাণিজ্য, নিরাপত্তা ও পরিবেশ নিয়ে । এরই মাঝে হালকা মেজাজে উঠে এসেছে ক্রিকেটের আলোচনাও । মোদির থেকে ইংল্যান্ডের জয়ের খবর পেয়ে এই বিষয়ে খুনসুটিতে মাতেন বরিস । G-7-এর বৈঠকের মাঝেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসকে এই নিয়ে খোঁচাও দেন বরিস জনসন ।

গতকাল অ্যাসেজ়ের তৃতীয় টেস্ট ম্যাচে বেন স্টোকসের অতিমানবিক ইনিংসে এক উইকেটে জয় পায় থ্রি লায়নসরা । জয়ের জন্য শেষ ইনিংসে ইংল্যান্ডের দরকার ছিল 359 রান ৷ সেই রান তাড়া করতে নেমে ইংল্যান্ড তাদের নবম উইকেট হারায় 286 রানে । সেখান থেকে শেষ উইকেটের জুটিতে 76 রানের পার্টনারশিপ গড়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেন স্টেকস একাই । 11টি চার ও 8টি ছক্কার সাহায্যে 219 বলে 135 রান করে অপরাজিত থাকেন স্টোকস । সেই ইনিংস এখন G-7-এর বৈঠকেরও চর্চার বিষয় ।

ABOUT THE AUTHOR

...view details