রোম, 29 জানুয়ারি : ইতালিকে করোনার ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চালিয়ে যেতে চায় ফাইজার৷ মার্কিন যুক্তরাষ্ট্রের এই সংস্থার ইতালির শাখার তরফে এই কথা জানানো হয়েছে৷ ইতালির ভ্যাকসিন দিতে না পারার জন্য সেই দেশ ওই সংস্থার বিরুদ্ধে মামলা করলেও, তারা ভ্যাকসিন দেওয়ার কাজ চালিয়ে যাবে বলে ওই সংস্থার তরফে জানানো হয়েছে৷
আর এই কাজ তারা ইউরোপীয় কমিশনের সঙ্গে যে চুক্তি হয়েছে, সেই মোতাবেকই করবে বলে জানানো হয়েছে৷ ফাইজার ও অন্য ভ্যাকসিন উৎপাদক সংস্থাগুলির সঙ্গে চুক্তির কাজ শেষ করে ফেলেছে৷ এর পর ভ্যাকসিন তারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলিকে বণ্টন করবে ৷
এদিকে ভ্যাকসিনের ডেলিভারির গতি দুই সপ্তাহে হ্রাস পেয়েছে, তাও জানানো হয়েছে ফাইজার ও তাদের অংশীদার সংস্থা জার্মানির বায়োএনটেকের তরফে৷ তবে সংস্থার তরফে জানানো হয়েছে যে এই সপ্তাহেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে৷