প্যারিস, 20 জুলাই : পেগাসাস (Pegasus Spyware) কাণ্ডের জেরে নড়েচড়ে বলল ফ্রান্স ৷ প্যারিসের প্রসিকিউটর’স অফিসের (Paris prosecutor's office) তরফে এই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে ৷ মঙ্গলবার এই ইস্যুতে একটি বিবৃতি প্রকাশ করেছে তারা ৷ তাতে জানানো হয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ ইজ়রায়েলি স্পাইওয়্য়ার পেগাসাস ব্যবহার করে যদি কোনও ব্যক্তির উপর নজরদারি করা হয়, তবে তা ব্য়ক্তি স্বাধীনতায় বেআইনি হস্তক্ষেপ করা হবে ৷ একইসঙ্গে, পেগাসাসের বিরুদ্ধে বেআইনিভাবে নেটওয়ার্ক ডেটা ব্যবহারের অভিযোগও উঠবে ৷ সেইসঙ্গে, অন্যান্য় বিভিন্ন ধারাতেও পেগাসাস প্রস্তুতকারী সংস্থা এনএসও গোষ্ঠীর (NSO Group) বিরুদ্ধে মামলা হতে পারে ৷
আরও পড়ুন :পেগাসাস ইস্যু খোলসা না করলে অচল থাকবে সংসদ, হুঁশিয়ারি তৃণমূলের
প্রসঙ্গত, পেগাসাস কাণ্ডে সারা পৃথিবীতেই শুরু হয়েছে জোর জল্পনা ৷ ভারত-সহ বিভিন্ন দেশের অসংখ্য সাংবাদিক, রাজনৈতিক নেতা, শিল্পোদ্যোগী-সহ বহু ব্যক্তির মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার হ্যাক করে তথ্য চুরি ও নজরদারির অভিযোগ উঠেছে ৷ ফ্রান্সের আইন মোতাবেক, এক্ষেত্রে নির্দিষ্ট কোনও ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়নি ৷ তবে আইনি পথেই অভিযোগ দায়ের করেছেন দুই ফরাসী সাংবাদিক এবং মিডিয়াপার্ট (Mediapart) নামে একটি ফরাসী তদন্তকারী ওয়েবসাইট ৷ এই তদন্তের জেরে পরবর্তীতে সংশ্লিষ্ট অভিযুক্তকে আদালতে টেনে নিয়ে যাওয়া হতে পারে ৷