মস্কো, 24 ফেব্রুয়ারি : একদিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাশিয়া ৷ অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কূটনৈতিক বৈঠক সারছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে (Khan-Putin meeting) ৷ ক্রেমলিনে পৌঁছে রীতিমতো উত্তেজিত পাকিস্তানের প্রধানমন্ত্রী ৷
ইমরান খান বুধবার রাশিয়ায় পৌঁছন (Imran Khan in Moscow) ৷ সেই সময়ের একটি ভিডিয়ো পাকিস্তান সরকারের তরফে প্রকাশ করা হয়েছে ৷ সেখানে ইমরানকে বলতে দেখা গিয়েছে, ‘‘কী এক সময়ে এসেছি, এত উত্তেজনা !’’ স্বাভাবিকভাবেই এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ কারণ, রাশিয়া ও ইউক্রেনের সংকট নিয়ে রীতিমতো চিন্তিত গোটা বিশ্ব ৷ রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকও চলছে ৷ সেই পরিস্থিতিতে কেন, একজন রাষ্ট্রপ্রধান এমন মন্তব্য করলেন, সেই নিয়েই উঠছে প্রশ্ন ৷