জেনিভা (সুইজ়ারল্যান্ড), 17 মার্চ : বিশ্বজুড়ে বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই 7,174 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত 1, 82, 742 জন। সুস্থ হয়ে উঠেছেন 79, 883 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সূত্রে খবর।
বিশ্বে কোরোনায় মৃত 7 হাজারের বেশি
প্রায় 145 টি দেশে ছড়িয়ে পড়েছে নোভেল কোরোনা । মৃতের সংখ্যা প্রায় 7 হাজার ।
কোরোনা আক্রান্তের সংখ্যার বিচারে প্রথম দিকে রয়েছে চিন, ইট্যালি, ইরান, দক্ষিণ কোরিয়া । চিনে মোট আক্রান্তের সংখ্যা 80,902 । মৃত্যু হয়েছে 3,239 জনের । ইট্যালিতে একদিনে কোরোনায় প্রাণ কেড়েছে 349 জনের । ইরানে 14,991 জন আক্রান্ত হয়েছেন । মৃত্যু হয়েছে 853 জনের । দক্ষিণ কোরিয়ায় কোরোনায় আক্রান্তের সংখ্যা 8320 । 87 জনের মৃত্যু হয়েছে ।
চিনের ইউহান প্রদেশ থেকে কোরোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে। ইউরোপের বিভিন্ন দেশও আক্রান্ত এই ভাইরাসে। ভারতে 3 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত 126 জন।