লন্ডন, 14 জুন : "ব্ল্যাক লাইভস ম্যাটার", এই স্লোগান তুলে প্রতিবাদ দেখিয়ে লন্ডনে গ্রেপ্তার 100 জন । স্কটল্যান্ড ইয়ার্ড এক বিবৃতিতে জানিয়েছে, আইন ভাঙা এবং অস্ত্র রাখা সহ একাধিক অভিযোগে গতকাল তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এই বিষয়ে লন্ডন মেট্রোপলিটন পুলিশ টুইটারে লিখেছে , " 21 ঘন্টায় লন্ডনে গ্রেপ্তার হয়েছে 100 জন । বিভিন্ন অপরাধমূলক কাজ যেমন শহরের শান্তিভঙ্গ, মাদক সেবন, বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি সহ আইন ভাঙার জন্য গ্রেপ্তার হয়েছে তারা ।"
একই সঙ্গে গতকাল ইউরোপের অন্যান্য শহরগুলিতে পুলিশি বর্বরতা ও বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ চলতে থাকে । জর্জ ফ্লয়েডের মৃত্যুর জন্যই চলে এই প্রতিবাদ । হাজার হাজার মানুষ শামিল হন বিক্ষোভে । তাঁরা বড় বড় দল তৈরি করে প্রতিবাদ জানাতে থাকেন । কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে হাতাহাতিও শুরু হয় । কোরোনা পরিস্থিতিতে এই বিক্ষোভ বন্ধ রাখার জন্য আহ্বান জানিয়েছিলেন ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল । তিনি বলেন, "এখন জরুরি অবস্থার মধ্যে আমরা রয়েছি । এই মহামারী পরিস্থিতে জনগণের নিজেদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে জমায়েত করা উচিত নয় । পুলিশ প্রতিদিন তাদের সেই বিষয়ে সচতন করছে ।"
বিগত কয়েকদিন ধরেই বিশ্বজুড়ে তোলপাড় হচ্ছে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আন্দোলন । এক আফ্রিকান-অ্যামেরিকান ব্যক্তি জর্জ ফ্লয়েডের উপর পুলিশের অত্যাচার ও তাঁর মৃত্যু নিয়ে উত্তপ্ত রয়েছে অ্যামেরিকা সহ বিশ্ব । বাদ পড়েনি লন্ডনও । এই মৃত্যুর প্রতিবাদ জানাতে কোরোনা পরিস্থিতি উপেক্ষা করেই রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ । "ব্ল্যাক লাইভস ম্যাটার" স্লোগান দিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা কৃষ্ণাঙ্গদের উপর শ্বেতাঙ্গদের অত্যাচারের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা ।