পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Another Indian dies in Ukraine : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে প্রাণ হারালেন আরও এক ভারতীয় পড়ুয়া - One more Indian student dies in war hit Ukraine

মঙ্গলবার খারকিভে রাশিয়ার বম্ব শেলিংয়ে আক্রমণে মৃত্যু হয়েছিল নবীন জ্ঞানগৌদরের (Karnataka student died in bomb shelling in Kharkiv yesterday) ৷ বম্ব শেল্টার থেকে ওষুধের খোঁজে বাইরে বেরোলে মৃত্যু হয় তাঁর ৷

Another Indian dies In Ukraine
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে প্রাণ হারালেন আরও এক ভারতীয় পড়ুয়া

By

Published : Mar 2, 2022, 6:28 PM IST

Updated : Mar 2, 2022, 7:56 PM IST

ভিনিৎসিয়া (ইউক্রেন), 2 মার্চ : ওয়ার-জোন ইউক্রেনে প্রাণ হারালেন আরও এক ভারতীয় পড়ুয়া ৷ মঙ্গলবার খারকিভে রুশ সেনার বম্ব শেলিংয়ে প্রাণ গিয়েছিল কর্নাটকের নবীন জ্ঞানগৌদরের ৷ আর বুধবার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ভিনিৎসিয়ায় প্রাণ গেল পঞ্জাবের এক মেডিক্যাল পড়ুয়ার (One more Indian student dies in war-hit Ukraine) ৷ তবে হামলায় নয়, ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে পঞ্জাবের চন্দন জিন্দলের ৷

বেশ কয়েকদিন যাবৎ পঞ্জাবের ওই পড়ুয়া কোমায় আচ্ছন্ন হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে ৷ ইউক্রেনের ভিনিৎসিয়া মেডিক্যাল ইউনিভার্সিটিতে পঠনরত ছিলেন 22 বছরের চন্দন জিন্দল ৷ ভিনিৎসিয়ার একটি হাসপাতালেই জরুরি বিভাগে ওই পড়ুয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে সূত্রের খবর ৷

আরও পড়ুন : Celebs on Indian Student Death in Ukraine : ইউক্রেনে রুশ হামলায় নিহত ভারতীয় ছাত্রের জন্য শোক প্রকাশ স্বরা, ফরহানদের

মঙ্গলবার খারকিভে রাশিয়ার বম্ব শেলিংয়ে আক্রমণে মৃত্যু হয়েছিল নবীন জ্ঞানগৌদরের (Karnataka student died in bomb shelling in Kharkiv yesterday) ৷ বম্ব শেল্টার থেকে ওষুধের খোঁজে বাইরে বেরোলে মৃত্যু হয় তাঁর ৷ নবীনের মৃত্যুর পর পরিবারের তরফে করা অভিযোগে জানানো হয়, খারকিভে আটকে থাকা পড়ুয়াদের উদ্ধারের জন্য সচেষ্ট নয় সেখানকার ভারতীয় দূতাবাস ৷

Last Updated : Mar 2, 2022, 7:56 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details