পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

WHO on Omicron: ডেল্টার থেকেও ভয়ংকর ওমিক্রন ? কী বলছে হু - ওমিক্রন নিয়ে হু

ডেল্টা-সহ করোনাভাইরাসের বিভিন্ন ভ্যারিয়েন্টের থেকেও ওমিক্রন (Research on Omicron) বেশি সংক্রামক কি না, তার পরীক্ষা নীরিক্ষা চলছে ৷ এ কথা জানাল হু (World Health Organization) ৷

Not yet clear if Omicron coronavirus variant more transmissible, says WHO
ডেল্টার থেকেও ভয়ংকর ওমিক্রন ? কী বলছে হু ?

By

Published : Nov 29, 2021, 10:40 AM IST

রাষ্ট্রসংঘ/জেনেভা, 29 নভেম্বর: সদ্য জেগে ওঠা করোনাভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন (Research on Omicron) নিয়ে চিন্তা বেড়েছে গোটা বিশ্বে ৷ এই ভ্যারিয়েন্ট কতটা শক্তিশালী সে বিষয়ে এখনও সন্দিহান গবেষকরা ৷ ধোঁয়াশায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ৷ হু জানিয়েছে, নতুন করে শনাক্ত হওয়া ওমিক্রন (Omicron scare) কোভিডের অন্যান্য রূপ বিশেষত সাংঘাতিক ভ্যারিয়েন্ট হিসেবে পরিচিত ডেল্টার থেকে বেশি শক্তিশালী ও সংক্রামক কি না তা এখনও স্পষ্ট নয় ৷

হু-এর (WHO on Omicron) তরফে জানানো হয়েছে, আপাতত এমন কোনও উপসর্গ দেখে বোঝার উপায় নেই যে ওমিক্রন অন্যান্য ভ্যারিয়েন্টের থেকে আলাদা কি না ৷ এখনও পর্যন্ত সংক্রমিতদের উপসর্গ মৃদু ৷ তবে এটি কতটা গুরুতর আকার নিতে পারে, তা বুঝতে আরও কয়েক সপ্তাহ লাগবে ৷

সদ্য শনাক্ত হওয়া B.1.1.529-কে উদ্বেগজনক বলে আগেই সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ ওমিক্রনের চরিত্র বুঝতে দক্ষিণ আফ্রিকা-সহ গোটা বিশ্বের বিশেষজ্ঞরা গবেষণা চালাচ্ছেন ৷ কোনও বিশেষ তথ্য পেলেই তা জানানো হবে ৷ তবে ওমিক্রন ডেল্টা-সহ অন্য ভ্যারিয়েন্টের থেকে বেশি সংক্রামক কি না তা এখনও স্পষ্ট নয় গবেষকদের কাছে ৷

আরও পড়ুন:COVID Omicron Variant : চোখ রাঙাচ্ছে ওমিক্রন, আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালুর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে কেন্দ্র

কোভিড আক্রান্তের সংখ্যা দক্ষিণ আফ্রিকায় ক্রমে বাড়ছে ৷ বাড়ছে হাসপাতালে ভর্তি হওয়া সংক্রমিতের সংখ্যা ৷ তবে তার কারণ ওমিক্রন, নাকি অন্য কোনও ভ্যারিয়েন্ট, তার পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছে হু (World Health Organization) ৷ তবে তারা এও জানিয়েছে যে, ডেল্টা-সহ কোভিড 19-এর সব ভ্যারিয়েন্টই গুরুতর অসুস্থতা, এমনকী মৃত্যুও ডেকে আনে ৷ তাই সাবধানতা সবসময়ই অবলম্বন করা উচিত ৷

হু-এর ডিরেক্টর জেনারেল টেডরস আধানমের (WHO Director General Tedros Adhanom) কথায়, টিকা নিতে দেরি করলে ওমিক্রনে সংক্রমিত হওয়ার ঝুঁকি আরও বেড়ে যেতে পারে ৷ টিকার ঘাটতি মিটিয়ে অবিলম্বে ঝুঁকির মুখে থাকা শ্রেণি যেমন স্বাস্থ্যকর্মী, প্রবীণ মানুষজন ও অন্যান্যদের টিকা দেওয়া নিশ্চিত করতে বলেছেন আধানম ৷

আরও পড়ুন:Karnataka new rules amid Omicron scare: করোনার ক্লাস্টার এসডিএম কলেজ, ওমিক্রনকে রুখতে কড়াকড়ি কর্নাটকে

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া কোভিডের B.1.1.529 ভ্যারিয়েন্টকে 26 নভেম্বর উদ্বেগের বলে চিহ্নিত করে হু ৷ এই ভ্যারিয়েন্টের নাম দেওয়া হয় ওমিক্রন ৷

আরও পড়ুন:Karnataka new rules amid Omicron scare: করোনার ক্লাস্টার এসডিএম কলেজ, ওমিক্রনকে রুখতে কড়াকড়ি কর্নাটকে

ABOUT THE AUTHOR

...view details