স্টকহোম, 10 অক্টোবর : এ বছর সাহিত্যে নোবেল পেলেন পিটার হ্যান্ডকে । অস্ট্রিয়ান এই সাহিত্যিকের নাম ঘোষণার সময়ে নোবেল কমিটি জানিয়েছে, মানব জীবনের বিভিন্ন অভিজ্ঞতার বর্ণনায় বিশেষ মৌলিকত্ব তাঁর সাহিত্যের বৈশিষ্ট্য । অন্যদিকে, আজই 2018 নোবেল সাহিত্য পুরস্কার পেলেন পোলিশ লেখক ওলগা তোকার্কজ়ুক ।
মানব জীবনের গল্প শুনিয়ে সাহিত্যে নোবেল পিটার হ্যান্ডকের - সাহিত্যে নোবেল পেলেন পিটার হ্যান্ডকে
এ বছর সাহিত্যে নোবেল পেলেন পিটার হ্যান্ডকে । আজই 2018 নোবেল সাহিত্য পুরস্কার পেলেন পোলিশ লেখক ওলগা তোকার্কজ়ুক ।
গতবছর অর্থাৎ 2018 সালে সাহিত্যে কাউকে নোবেল দেওয়া হয়নি । পুরষ্কার দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব এবং যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল তাই 2018-এ স্থগিত রাখা হয়েছিল এই নোবেল সাহিত্য পুরস্কার প্রদান । এক বছর পর আজ তাই একইসঙ্গে দু'বছরের সাহিত্যে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করল নোবেল কমিটি ।
অলগা তোকার্কজ়ুকের নাম ঘোষণার সময়ে নোবেল কমিটি জানায়, ওলগার সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য তীব্র আবেগ নির্ভর কল্পকথন, যা দেশ-কালের সীমা অতিক্রম করে শাশ্বত সত্যের মুখোমুখি দাঁড় করায় পাঠককে৷