স্টকহোম, 4 অক্টোবর:শারীরবিদ্যা ও মেডিসিনে নোবেল পুরস্কার (Nobel Prize) পেলেন আমেরিকার দু'জন বিজ্ঞানী ৷ তাঁরা আবিষ্কার করেছেন এমন রিসেপ্টর, যা মানবদেহের তাপমাত্রা ও সংস্পর্শ অনুভব করতে সাহায্য করে ৷ এই বিরল কৃতিত্বের জন্যই এ বছর শারীরবিদ্যায় নোবেল গিয়েছে ডেভিড জুলিয়াস (David Julius) ও আর্ডেম প্যাটাপৌশনের (Ardem Patapoutian) ঝুলিতে ৷
চোখ, কান, ত্বক দেখতে, শুনতে ও অনুভব করতে পারে ৷ এমনই বিশেষ অঙ্গের ক্ষেত্রে মনোনিবেশ করে গিয়েছেন ডেভিড জুলিয়াস ও আর্ডেম প্যাটাপৌশন ৷ নোবেল কমিটির সেক্রেটারি জেনারেল থমাস পার্লম্যান বিজয়ীদের নাম ঘোষণা করে বলেন, "প্রকৃতির আরও একটা গোপন তথ্য উন্মোচিত হল ৷" তাঁর কথায়, "এটা এমন একটা বিষয় যা আমাদের বেঁচে থাকার জন্য খুবই জরুরি ৷ কাজেই এটি খুবই গুরুত্বপূর্ণ আবিষ্কার ৷"