পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Nobel Prize: নোবেল মেডিসিন পুরস্কার জয় 2 মার্কিন বিজ্ঞানীর - নোবেল পুরস্কারের খবর

শারীরবিদ্যা ও মেডিসিনে নোবেল পুরস্কার (Nobel Prize) পেলেন আমেরিকার দুই বিজ্ঞানী ডেভিড জুলিয়াস (David Julius) ও আর্ডেম প্যাটাপৌশন (Ardem Patapoutian) ৷

nobel-prize-honors-discovery-of-temperature-touch-receptors
নোবেল মেডিসিন পুরস্কার জয় 2 মার্কিন বিজ্ঞানীর

By

Published : Oct 4, 2021, 7:27 PM IST

স্টকহোম, 4 অক্টোবর:শারীরবিদ্যা ও মেডিসিনে নোবেল পুরস্কার (Nobel Prize) পেলেন আমেরিকার দু'জন বিজ্ঞানী ৷ তাঁরা আবিষ্কার করেছেন এমন রিসেপ্টর, যা মানবদেহের তাপমাত্রা ও সংস্পর্শ অনুভব করতে সাহায্য করে ৷ এই বিরল কৃতিত্বের জন্যই এ বছর শারীরবিদ্যায় নোবেল গিয়েছে ডেভিড জুলিয়াস (David Julius) ও আর্ডেম প্যাটাপৌশনের (Ardem Patapoutian) ঝুলিতে ৷

চোখ, কান, ত্বক দেখতে, শুনতে ও অনুভব করতে পারে ৷ এমনই বিশেষ অঙ্গের ক্ষেত্রে মনোনিবেশ করে গিয়েছেন ডেভিড জুলিয়াস ও আর্ডেম প্যাটাপৌশন ৷ নোবেল কমিটির সেক্রেটারি জেনারেল থমাস পার্লম্যান বিজয়ীদের নাম ঘোষণা করে বলেন, "প্রকৃতির আরও একটা গোপন তথ্য উন্মোচিত হল ৷" তাঁর কথায়, "এটা এমন একটা বিষয় যা আমাদের বেঁচে থাকার জন্য খুবই জরুরি ৷ কাজেই এটি খুবই গুরুত্বপূর্ণ আবিষ্কার ৷"

আরও পড়ুন:UK Vaccine Certification : ভারতের পাটকেলে সুর নরম ব্রিটেনের, ভারতীয় টিকাকে স্বীকৃতির বার্তা

নোবেল কমিটির তরফে বলা হয়েছে, স্নায়ুর সেন্সর শনাক্ত করে ত্বক যাতে গরমের প্রতিক্রিয়া জানাতে পারে, সে জন্য লঙ্কা ও মরিচের সক্রিয় উপাদান ক্যাপসাইসিন ব্যবহার করেছেন 65 বছরের জুলিয়াস ৷ আর আর্ডেম কোষে পৃথক প্রেশার-সেনসিটিভ সেন্সর খুঁজে বের করেছেন, যা যান্ত্রিক উদ্দীপনায় প্রতিক্রিয়া দিতে পারে ৷ গত বছর নিউরোসায়ান্সে সম্মানীয় কাভলি পুরস্কার জিতেছিলেন ডেভিড জুলিয়াস ও আর্ডেম প্যাটাপৌশন ৷

আরও পড়ুন :Ghana on Covishield : ভারতের কোভিশিল্ড ব্রাত্য ইউরোপে, রাষ্ট্রসংঘে কড়া সমালোচনা ঘানার প্রেসিডেন্টের

ABOUT THE AUTHOR

...view details