পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

নোবেল শান্তি পুরস্কার পেল বিশ্ব খাদ্য কর্মসূচি - অ্যালফ্রেড নোবেল

বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতার মোকাবিলায় তাদের পদক্ষেপকে সম্মান জানাল নোবেল পুরস্কার কমিটি ৷ ওসলোয় এই পুরস্কার প্রদানের কথা ঘোষণা করেন নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইস অ্যান্ডারসন ৷

নোবেল শান্তি পুরস্কার
নোবেল শান্তি পুরস্কার

By

Published : Oct 9, 2020, 4:26 PM IST

ওসলো, 9 অক্টোবর : চলতি বছরে নোবেল শান্তি পুরস্কার পেল বিশ্ব খাদ্য কর্মসূচি (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম) ৷ বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাহীনতার মোকাবিলায় তাদের পদক্ষেপকে সম্মান জানাল নোবেল পুরস্কার কমিটি ৷ ওসলোতে এই পুরস্কার প্রদানের কথা ঘোষণা করেন নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইস অ্যান্ডারসন ৷

বিশ্বজুড়ে কয়েক লাখ মানুষ দু'বেলা খাবর পায় না ৷ তাদের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের জন্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে এই পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নোবেল কমিটির চেয়ারম্যান । ক্ষুধার্তরা যাতে খাবার পায় তার জন্য এই সংস্থায় অর্থ সাহায্যেরও আবেদনও জানিয়েছেন তিনি ।

এবার শান্তি পুরস্কারের জন্য 318টি মনোনয়ন জমা পড়েছিল । তার মধ্যে 211 জন ব্যক্তি ও 107টি সংস্থার নাম ছিল ।

শান্তি পুরস্কার জয়ী ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামকে 10 মিলিয়ন ক্রোনা অর্থাৎ 1.1 ডলার নগদ তুলে দেওয়া হবে ৷ সঙ্গে তুলে দেওয়া হবে স্বর্ণ পদক । 10 ডিসেম্বর ওসলোয় আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে । তবে কোরোনা পরিস্থিতির কারণে এবার জাঁকজমক করে অনুষ্ঠান হবে না ।

ABOUT THE AUTHOR

...view details