লন্ডন, 14 জুন : ভিড় এলাকায় করোনা আক্রান্তেরা উপস্থিত রয়েছেন কি না তা শীঘ্রই ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে জানা যাবে । লন্ডন স্কুল অফ হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন(LSHTM) এবং ডারহাম বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে । তারা পরীক্ষা করে দেখেছেন, করোনা আক্রান্তদের থেকে এক বিশেষ গন্ধ বের হয় যা সেন্সরে ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ধরা পড়ে । বিজ্ঞানীরা একে ‘কোভিড অ্যালার্ম’ নামে আখ্যা দিয়েছেন । তবে এই প্রযুক্তি করোনা রোগীর উপস্থিতি জানান দিলেও কে সংক্রামিত বলতে পারে না ।
এলএসএইচটিএম এবং রোবোসায়েন্টিফিক লিমিটেড বায়োটেক সংস্থা ডারহাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় গবেষকরা অরগ্যানিক সেমিকন্ডাক্টর সেন্সরযুক্ত ডিভাইস দিয়ে পরীক্ষা করেন । দেখা গিয়েছে, মানবদেহে স্পর্শ না করেও আশ্চর্যজনকভাবে দ্রুত ও নির্ভুল ফলাফল দিচ্ছে এই প্রযুক্তি । তবে এর ব্যবহার নিশ্চিত করতে আরও পরীক্ষার প্রয়োজন আছে বলে জানান প্রফেসর জেমস লগান । তিনি এলএসএইচটিএম-এর ডিজ়িজ় কন্ট্রোল বিভাগের প্রধান । এই গবেষণার নেতৃত্বে রয়েছেন তিনি ।